যোগীর কুকুর কি নিরামিষাশী? খায় কী সে? পড়ুন বিস্তারিত

নয়াদিল্লি: মুখ্যমন্ত্রীর পোষা কুকুল বলে কথা৷ তার খানা-পিনা আদালা তো হবে৷ কিন্তু, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে ধর্মকর্ম করেন৷ নিরামিষাশী৷ কিন্তু, তাঁর প্রিয় কুকুর? জাতে ল্যাব্রাডর প্রজাতির কুকুর হলেও ধার্মিক মালিকের সৌজন্যে সেও কি নিরামিষাশী? খায় কী যোগীর প্রিয় কালু? নেটপাড়ায় এখন চর্চার বিষয় যোগীর কুকুর? শোনা যায়, গোরক্ষপুরে ধরে বাড়ি ফেরার পথে যোগীর সঙ্গে প্রথম

যোগীর কুকুর কি নিরামিষাশী? খায় কী সে? পড়ুন বিস্তারিত

নয়াদিল্লি: মুখ্যমন্ত্রীর পোষা কুকুল বলে কথা৷ তার খানা-পিনা আদালা তো হবে৷ কিন্তু, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে ধর্মকর্ম করেন৷ নিরামিষাশী৷ কিন্তু, তাঁর প্রিয় কুকুর? জাতে ল্যাব্রাডর প্রজাতির কুকুর হলেও ধার্মিক মালিকের সৌজন্যে সেও কি নিরামিষাশী? খায় কী যোগীর প্রিয় কালু? নেটপাড়ায় এখন চর্চার বিষয় যোগীর কুকুর?

শোনা যায়, গোরক্ষপুরে ধরে বাড়ি ফেরার পথে যোগীর সঙ্গে প্রথম কালুর পরিচয় হয়৷ যোগীকে দেখে সে কী খুশি কালু৷ এহেন ভক্তকে দেখে কালুকে নিয়ে যান বাড়িতে৷ ২০১৬ সালের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত গোরক্ষ মন্দিরে যোগীর সঙ্গী কালু৷

চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী যোগী কালুর সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন৷ সেখানে কালুকে খাওয়াতে দেখা গিয়েছে যোগীকে৷ সেই শুরু৷ এরপরই সোশ্যাল মিডিয়ায় উঠতে থাকে কালুকে নিয়ে নানান প্রশ্ন৷ যোগীর কুকুর কি নিরামিষাশী? খায় কী সে? সেই উত্তর অবশ্য আছে৷

এর আগে ‘রাজু’ নামে কুকুর পুষেছিলেব যোগী৷ পরে রাজু হারান যোগী৷ রাজুর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন যোগী৷ পরে যোগীর সঙ্গে দেখা হয় কালুর৷ জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই কালুর দেখভাল নিজেই করতেন যোগী৷ এখন তিনি লোক রেখেছেন কালুর দেখভালের জন্য৷ মুখ্যমন্ত্রী, সময় কম৷ এখন মাঝেমধ্যে কালুকে খাইয়ে দেন যোগী৷

জানা গিয়েছে, মন্দির থাকার কারণে কালুকে পুরোপুরি নিরামিষ খাবার দেওয়া হয়৷ দুধ দিয়ে রুটি দেওয়া হয় দিনে চার বার৷ মন্দিরে ভোগ দেওয়া হয় কালুকে৷ রয়েছে কালুর জন্য পৃথক ঘর৷ তাপমাত্রাও সেখানে নিয়ন্ত্রণ করা যায়৷ পাঠে কালুর কষ্ট হয়৷ মুখ্যমন্ত্রীর কুকুর বলে কথা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − twelve =