ভোটের সময় কি এগিয়ে আসছে? নাকি যাচ্ছে ঠাণ্ডা ঘরে?

নয়াদিল্লি: রমজান মাসের কারণে বাকি তিন দফা ভোট গ্রহণের সময় এগিয়ে আনার আরজি সম্পর্কে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনকে বলেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার একটি জনস্বার্থ আবেদনের শুনানিতে এই আদেশ দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ডিভিসন বেঞ্চ। তবে এখনও পর্যন্ত এব্যাপারে কোনও সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন। ভারতের বিভিন্ন প্রান্তে ক্রমবর্ধমান দাবদাহ এবং মুসলিম সম্প্রদায়ের রমজান

ভোটের সময় কি এগিয়ে আসছে? নাকি যাচ্ছে ঠাণ্ডা ঘরে?

নয়াদিল্লি: রমজান মাসের কারণে বাকি তিন দফা ভোট গ্রহণের সময় এগিয়ে আনার আরজি সম্পর্কে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনকে বলেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার একটি জনস্বার্থ আবেদনের শুনানিতে এই আদেশ দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ডিভিসন বেঞ্চ। তবে এখনও পর্যন্ত এব্যাপারে কোনও সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন।

ভারতের বিভিন্ন প্রান্তে ক্রমবর্ধমান দাবদাহ এবং মুসলিম সম্প্রদায়ের রমজান মাস পালনের কথা ভেবে ভোট গ্রহণের সময় এগনোর আবেদন জানিয়েছিলেন মহম্মদ নিজামুদ্দিন পাশা এবং আসাদ হায়াত নামে দুই আইনজীবী। তাঁদের আরজি ছিল, পরবর্তী তিন দফার ভোটগ্রহণ শুরুর সময় সকাল ৭টা থেকে এগিয়ে ভোর ৫টায় করা হোক। তাঁদের কৌঁসুলি মীনাক্ষী অরোরা এই আবেদনের জরুরি শুনানির আরজি জানালে তা গৃহীত হয়।

বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চে অরোরা অভিযোগ করেন, আবেদনকারীরা গত সোমবারই নির্বাচন কমিশনে এই অনুরোধ পেশ করেছিলেন। কিন্তু কমিশন কোনও সিদ্ধান্ত জানাচ্ছে না। এরপরেই এব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনকে আদেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। বিচারপতি গগৈ ছাড়াও বেঞ্চে ছিলেন বিচারপতি দীপক গুপ্তা এবং বিচারপতি সঞ্জীব খান্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − seven =