কুকুর কামড়েছে? আপনিও কামড়ে দিন! নির্দেশ ডাক্তারের, দেখুন ভিডিও

রাজস্থান: কুকুর কামড়েছে? আপনিও কামড়ে দিন! রোগীকে ঠিক এমনই পরামর্শ দিলেন ডাক্তার৷ সরকারি হাসপাতালে চিকিৎসকের এহেন নির্দেশ ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক৷ সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়৷ জানা গিয়েছে, কুকুর কামড়ানোর পর হাসপাতালে গিয়েছিলেন এক মহিলা৷ তবে, হাসপাতালে গিয়ে চিকিৎসার পরিবর্তে ডাক্তার যে এমন পরামর্শ দেবেন, তা স্বপ্নেও ভাবতেও পারেননি ওই রোগী৷ ঘটনাটি রাজস্থানের আজমেড়ের

কুকুর কামড়েছে? আপনিও কামড়ে দিন! নির্দেশ ডাক্তারের, দেখুন ভিডিও

রাজস্থান: কুকুর কামড়েছে? আপনিও কামড়ে দিন! রোগীকে ঠিক এমনই পরামর্শ দিলেন ডাক্তার৷ সরকারি হাসপাতালে চিকিৎসকের এহেন নির্দেশ ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক৷ সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়৷

জানা গিয়েছে, কুকুর কামড়ানোর পর হাসপাতালে গিয়েছিলেন এক মহিলা৷ তবে, হাসপাতালে গিয়ে চিকিৎসার পরিবর্তে ডাক্তার যে এমন পরামর্শ দেবেন, তা স্বপ্নেও ভাবতেও পারেননি ওই রোগী৷ ঘটনাটি রাজস্থানের আজমেড়ের ঘটলেও সোশ্যাল মিডিয়ার হাত ধরে ছড়িয়ে পড়েছে ডাক্তারের নিদান৷

কুকুর কামড়ানোর পর ডাক্তারের কাছে যাওয়ায় সরকারি হাসপাতালের ডাক্তারই রোগীকে কুকুরকে কামড়ে দেওয়ার চিকিৎসকের নির্দেশ সংক্রান্ত একটি ভিডিও সামনে আসে৷ ভিডিওটিতে চিকিৎসককে বলতে শোনা যায়, ‘কুকুর কামড়েছে? আপনিও কামড়ে দিন৷ কামড়ালে মহিলা কুকুরকে কামড়াবেন৷’  ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হতেই প্রবীণ বালোতিয়া নামে ওই চিকিৎসক অবশ্য জানিয়েছেন, তিনি এমন পরামর্শ তাঁর রোগীকে দেননি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 3 =