মুম্বই: দিল্লিতে সংঘর্ষে ইতিমধ্যে ৪৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় উঠে এসেছে বেশ কয়েকজনের নাম। তবে শুধু আপ নেতা তাহির হোসেনের নামে এফআইআর দায়ের করা হল কেন, শুধু কি তাঁর নামের জন্য? মুসলিম বলেই কী এই পদক্ষেপ? এমনই প্রশ্ন তুললেন বলিউডের সঙ্গীতকার জাভেদ আখতার।
টুইটে এই প্রশ্ন তোলার পরেই নেটিজেনদের কটাক্ষের শিকার হন জাভেদ আখতার। অনেকেই অভিযোগ করেন, তাহের হোসেনকে আড়াল করার চেষ্টা করছেন জাভেদ আখতার। এরপরে নিজের অবস্থান স্পষ্ট করে ফের টুইট করেন। তিনি টুইট করে জানান, আমি কখনই বলিনি তাহেরের নামে কেন এফআইআর করা হল। আমি বলেছি, এই সংঘর্ষে অনেক নেতার নাম উঠে এসেছে। তবে শুধু তাহেরের নামে এফআইআর দায়ের করা হল কেন? এই এফআইআর কি শুধু তার নামের জন্য করা হয়েছে।
রবিবার রাত থেকে নাগরিকত্ব আইন নিয়ে দিল্লির উত্তর-পূর্বে চলতে থাকা হিংসার বলি হয়েছেন এখনও পর্যন্ত ৪৩ জন। তাঁদের মধ্যেই এক জন ২৬ বছরের অঙ্কিত শর্মা। বুধবার চাঁদবাগের একটি নর্দমা থেকে উদ্ধার হয় তাঁর পচা-গলা দেহ। শরীরে চারশোটিরও বেশি ক্ষত মিলেছে তাঁর। তাঁকে কুপিয়ে মেরে গুলি করা হয় বলে জানান তদন্তকারীরা। অঙ্কিতের দেহ উদ্ধারের পরই, তাঁর বাবা রবীন্দ্র শর্মা আপ নেতা তাহির হোসেনের বিরুদ্ধে অভিযোগ তোলেন ছেলেকে খুন করার। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাহির হোসেনের নামে খুন এবং অপহরণের অভিযোগে মামলা দায়ের হয়। অস্ত্রশস্ত্রও উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। তাঁর বাড়িটি সিল করে দেয় পুলিশ।