Aajbikel

এবার যুদ্ধ মধ্যপ্রদেশে, এখানেও কি অস্ত্র প্রিয়াঙ্কার ‘লেডি লাক’?

 | 
রাহুল প্রিয়াঙ্কা

নয়াদিল্লি: কর্ণাটকে বিজেপি-কে হঠিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস৷ এবার লক্ষ্য মধ্যপ্রদেশে৷ সেখানেও কি হাত শিবিরের হাতিয়ার হতে চলেছে ‘লেডি লাক’ প্রিয়াঙ্কা? ওয়াকিবহাল মহল বলছে, সেই ভরসাতেই এবার মধ্যপ্রদেশ থেকেও ‘পদ্ম’ উপরে ফেলার কৌশল নিয়েছে কংগ্রেস। তাই বিধানসভা ভোটের আগে বেশ কিছুটা সময় বাকি থাকলেও, এখন থেকেই ময়দানে নেমে পড়ছেন সোনিয়া-কন্যা। আগামী ১২ জুন নর্মদা নদীতে পুজো দিয়ে শুরু হবে তাঁর প্রচার৷ ওইদিনই জব্বলপুরে রোড শো এবং জনসভা রয়েছে তাঁর। রবিবার দলীয় সূত্রে এই খবর মিলেছে। 

 

গত বিধানসভায় মধ্যপ্রদেশে জয় পেয়েছিল কংগ্রেস। সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও রাজনীতির অঙ্কে ক্ষমতায় আসতে পারেনি হাত শিবির। কাঁটা হয়ে বঁধেন দলেরই নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কংগ্রেস ছাড়েন এই নেতা। সঙ্গে নিয়ে যান ২০ জনেরও বেশি বিধায়ককে। তাঁদের দলবদলের খেলাই বদলে দেয় মধ্যপ্রদেশের রাজনীতির চিত্র৷ ভোটে গো-হারা হেরে সরকার গড়ে বিজেপি। তার বদলা নিতেই এবার কোমর বাঁধছে হাত শিবির। সাজাতে শুরু করছে ঘুঁটি৷ তাই বছর শেষের ভোটের জন্য জুনেই প্রচারে নেমে পড়ছে তারা। 


গত বছরের শেষে হিমাচল প্রদেশে দলকে বহুকাঙ্ক্ষিত জয় এনে দিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়া। রাজ্যজুড়ে প্রচারে ঝড় তুলে ফিকে করে দেন মোদী ম্যাজিক। তারপর থেকেই আস্থা তৈরি হতে থাকে তাঁর ‘লেডি লাকে’৷ 

 

Around The Web

Trending News

You May like