এটা কি পিৎজা ডেলিভারি হচ্ছে, নাকি বিল পাস? প্রশ্ন তৃণমূল সাংসদের

নয়াদিল্লি: কেন্দ্রের বিল পাসের তৎপরতা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ বুধবার সংসদে বিল পাশের ইস্যু তুলে ধরে তৃণমূল সাংসদ বলেন, ‘‘আমরা কি পিৎজা ডেলিভারি করছি? নাকি বিল পাস?’’ তাঁর অভিযোগ, চলতি বাদল অধিবেশনে মোদি সরকার দ্রুতগতিতে বিল পাস করাচ্ছে৷ যেভাবে বিলগুলি পাস করিয়ে নেওয়া হচ্ছে, তা আসলে সংসদের উপহাসে পরিণত হয়েছে৷ টুইট করেন

এটা কি পিৎজা ডেলিভারি হচ্ছে, নাকি বিল পাস? প্রশ্ন তৃণমূল সাংসদের

নয়াদিল্লি: কেন্দ্রের বিল পাসের তৎপরতা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূ‌ল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ বুধবার সংসদে বিল পাশের ইস্যু তুলে ধরে তৃণমূল সাংসদ বলেন, ‘‘আমরা কি পিৎজা ডেলিভারি করছি? নাকি বিল পাস?’’

তাঁর অভিযোগ, চলতি বাদল অধিবেশনে মোদি সরকার দ্রুতগতিতে বিল পাস করাচ্ছে৷ যেভাবে বিলগুলি পাস করিয়ে নেওয়া হচ্ছে, তা আসলে সংসদের উপহাসে পরিণত হয়েছে৷ টুইট করেন ডেরেক লেখেন, ‘‘সংসদে বিল নিয়ে বিশ্লেষণ করা হয়৷ কিন্তু, সেই বিশ্লেষণের সুযোগ না দিয়ে বিলগুলি পিষে মারা হচ্ছে৷ আমরা কি পিৎজা ডেলিভারি করছি নাকি বিল পাস? এটাই বোঝা যাচ্ছে না৷’’

তথ্য তুলে ধরে ডেরেক জানান, ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সংসদে পেশ করা বিলগুলির ৬০ শতাংশ বিশ্লেষণ করা সুযোগ দেওয়া হয়েছিল৷ ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তা বেড়ে ৭১ শতাংশ হয়৷ কিন্তু, মোদির শাসনকালে ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে তা নেমে এসেছে ২৬ শতাংশে৷ চলতি লোকসভা অধিবেশনে ১৮টি বিল পাশ হয়েছে৷ এর মধ্যে মাত্র একটিতে বিশ্লেষণ করার সুযোগ দেওয়া হয়৷ ফলে সংখ্যাটা নেমে এসেছে ৫ শতাংশে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *