শ্রীনগর: কাশ্মীরে তাদের মুক্তাঞ্চল ঘোষণা করল ইসলামিক স্টেট বা আইএস। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের সমর্থক এক জঙ্গির মৃত্যুর পর এই প্রথম তাদের তরফে এমন দাবি করা হল। সংবাদসংস্থা আমাক নিউজ এজেন্সি শুক্রাবর রাতে কাশ্মীরের এই নয়া প্রদেশের কথা ঘোষণা করেছে।
তার নাম দেওয়া হয়েছে ওয়াইলাহা অফ হিন্দ। সোপিয়ানের আমসিপোরায় তারা ভারতীয় সেনাদের মেরেছে বলেও দাবি রয়েছে। তাদের এই দাবির সঙ্গে পুলিশের বিবৃতির মিল রয়েছে। পুলিশ জানিয়েছে, ইসফাক আহমেদ সফি নামে এক জঙ্গি সোপিয়ানে মারা গিয়েছে। সিরিয়া থেকে চূড়ান্ত পর্যুদস্ত হওয়ার পর শ্রীলঙ্কা সহ অন্য দেশে তাদের কাজকর্ম বাড়িয়েছে আইএস। তবে পুলিশের ধরাণা, সফিই ছিল আইএসের একমাত্র জঙ্গি।