মুম্বই: সাবলীল অভিনয়ের দক্ষতায় দর্শকমনে আলাদা জায়গা তৈরি করেছিলেন ইরফান খান৷ 'রোগ', ছবিটির মধ্যে দিয়েই বলিউড চিনেছিল এই ছক ভাঙা অভিনেতাকে। আর সেই রোগের কাছেই আজ জীবনের কাছে হার মানলেন তিনি৷ বুধবার সকালে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে মাত্র ৫৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খান৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড৷ শোকাহত গোটা দেশ৷
বেশ কিছুদিন ধরেই কোলন ইনফেকশনে ভুগছিলেন তিনি৷ বুধবার সকালে দুই ছেলে আর আর স্ত্রীকে রেখে নতুন দুনিয়ায় পাড়ি দেন ইরফান৷ একের পর এক হিট ছবি উপহার দিয়েছিলেন ইরফান৷ রুপোলি পর্দার পাশাপাশি ইরফান অভিনয় করেছিলেন ছোট পর্দাতেও৷ ‘চাণক্য’, ‘ভারত এক খোঁজ’, ‘সারা জাহান হামারা’, ‘বানেগি আপনি বাত’, ‘চন্দ্রকান্তা’, ‘শ্রীকান্ত’, ‘আনোগঞ্জ’, ‘স্টার বেস্ট সেলার’ এবং ‘স্পর্শে’র মতো টিভি শোতে দেখা গিয়েছিল তাঁকে৷
কাল্পনিক কাহিনী চন্দ্রকান্তা’য় (১৯৯৪-৯৬) যমজ ভাই বদ্রীনাথ-সোমনাথের ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন ইরফান৷ তবে ছোট পর্দায় অভিনয়ের তেমন আগ্রহ কোনও দিনই ছিল না তাঁর৷ তাঁর বন্ধ তথা চন্দ্রকান্তার সহ অভিনেতা শাহবাজ খানের কথা রাখতেই টেলি পর্দায় পা রেখেছিলেন ইরফান৷ ছোট পর্দার হাত ধরেই খুলে যায় নতুন দিগন্ত৷ বন্ধুর দেখানো পথে হেঁটেই প্রথম সফলতার ছোঁয়া পান তিনি৷ অন-স্ক্রিনে তাঁর অভিনীত চরিত্র বিপুল ভাবে সমাদৃত হয়৷ ভারতীয় টেলিভিশন জগতেই শুধু দাপটের সঙ্গে অভিনয় করেননি তিনি৷ ‘ইন ট্রিটমেন্ট’ এর মতো আমেরিকান টিভি সিরিজেও অভিনয় করেন মেজাজের সঙ্গে৷ ওই ধারাবাহিকে সুনীলের চরিত্রে অভিনয় করেছিলেন পিকুর ‘রানা’৷ অভিনয় করেছেন জাপানের চার খণ্ডের ঐতিহাসিক ড্রামা মিনিসিরিজ ‘টোকিও ট্রায়াল’-এ৷ ওই ড্রামাতে ইরফানের চরিত্র ছিল রাধাবিনোদ পালের৷
২০১৮ সালে নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পরে ৫৩ বছর বয়সি অভিনেতার। এরপর একবছর বিদেশে থেকে চিকিৎসা করেন তিনি৷ অসুস্থতার জন্য ‘আংরেজি মিডিয়াম’ ছবির প্রচারেও দেখা যায়নি ইরফানকে৷ এদিন তাঁর মৃত্যুর পর অভিনেতার পরিবারের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, ‘‘তাঁর প্রিয় মানুষজন, পরিবারের লোকজন, যাঁদের প্রতি তিনি সবচেয়ে বেশি যত্নবান ছিলেন, তাঁদের উপস্থিতিতে তিনি ইহলোক ত্যাগ করেছেন। তিনি রেখে গিয়েছেন তাঁর উত্তরাধিকার। তাঁর আত্মার শান্তিকামনা করি।’