কলকাতা: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই চালু হল কমিশনের অভিযোগ সেল। টোল ফ্রি নম্বর ১৯৫০-তে যে কেউ টেলিফোন করে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জানানোর পরে ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেওয়া হবে।
রাজ্য ও জেলাস্তরে ওই সেল তৈরি হয়েছে। ভোটার তালিকায় নাম আছে কি না, তাও জানা যাবে এই নম্বরে ফোন করে। তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছিল, নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে সি-ভিজিল নামে একটি নতুন অ্যাপ চালু হবে। কিন্তু তা চালু না হওয়ায় রাজনৈতিক দলগুলির তরফে উষ্মাপ্রকাশ করা হয়।
সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়, কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল, সি-ভিজিল অ্যাপে অভিযোগ জানানোর ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। কী ব্যবস্থা নেওয়া হল, তা সেই ব্যক্তিকে জানাতে হবে। কিন্তু সেটি চালু না হওয়ায় ক্ষোভ জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তবে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, খুব শীঘ্রই চালু হয়ে যাবে সি-ভিজিল অ্যাপ।