Aajbikel

IRCTC-র হাতে উঠল ট্রেন চালানোর দায়িত্ব, সিদ্ধান্ত রেলের

নয়াদিল্লি: বেসরকারিকরণের পথে আরও একধাপ এগোল রেল৷ এবার এক জোড়া ট্রেন চালানোর পুরোপুরি দায়িত্ব গেল আইআরসিটিসি হাতে৷ এতদিন ভারতীয় রেলের খাবার বণ্টনের দায়িত্ব ছিল আইআরসিটিসি কর্তৃপক্ষের৷ এবার দু’জোড়া ট্রেন চালাবে আইআরসিটিসি৷ এই নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক৷ জানা গিয়েছে, এখন থেকে স্টেশন থেকে মিলবে তেজস এক্সপ্রেসের দু’জোড়া ট্রেন টিকিট৷ কাটতে হবে আইআরসিটিসির ওয়েবসাইটের মাধ্যমে৷ মিলবে
 | 
IRCTC-র হাতে উঠল ট্রেন চালানোর দায়িত্ব, সিদ্ধান্ত রেলের

নয়াদিল্লি: বেসরকারিকরণের পথে আরও একধাপ এগোল রেল৷ এবার এক জোড়া ট্রেন চালানোর পুরোপুরি দায়িত্ব গেল আইআরসিটিসি হাতে৷ এতদিন ভারতীয় রেলের খাবার বণ্টনের দায়িত্ব ছিল আইআরসিটিসি কর্তৃপক্ষের৷ এবার দু’জোড়া ট্রেন চালাবে আইআরসিটিসি৷ এই নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক৷

জানা গিয়েছে, এখন থেকে স্টেশন থেকে মিলবে তেজস এক্সপ্রেসের দু’জোড়া ট্রেন টিকিট৷ কাটতে হবে আইআরসিটিসির ওয়েবসাইটের মাধ্যমে৷ মিলবে না কোনও ছাড়৷ তেজস এক্সপ্রেসের দু’জোড়া ট্রেন চালাবে আইআরসিটিসি৷ ৬০ দিন আগে মিলবে দু’জোড়া ট্রেনের টিকিট টিকিট৷ মিলবে না কোন ছাড়৷ ওই ট্রেনের টিকিট থাকবেনা কোন তৎকাল ব্যবস্থা৷ এই প্রথম রেলওয়ে ট্রেন চালাবে অন্য সংস্থা৷

IRCTC-র হাতে উঠল ট্রেন চালানোর দায়িত্ব, সিদ্ধান্ত রেলেরএবার তেজস এক্সপ্রেসের লখনউ-নয়াদিল্লি-লখনউ রুটে আইআরসিটিসি ট্রেন চালাবে৷ আইআরসিটিসি কর্তৃপক্ষের হাতে এতদিন ছিল রেলের খাবার দেওয়ার দায়িত্ব৷ এবার এক ধাক্কায় ট্রেন চালানোর দায়িত্ব তৃতীয় পক্ষের হাতে তুলে দেওয়ায় শুরু হয়েছে নয়া বিতর্ক৷ অনেকেই বলছেন, রেলকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে এটাই কি মোদি সরকারের পরীক্ষামূলক পদক্ষেপ?

যাত্রী টানতে ইতিমধ্যেই ২৫ লক্ষ টাকা দুর্ঘটনা বিমা ও সঙ্গে ফ্রিতে খাবার দেওয়ার ঘোষণা করেছে আইআরসিটিসি৷ ওই সংস্থার নির্দিষ্ট করা ভাড়ার ভিত্তিতে যাত্রীদের টাকা দিতে হবে৷ মিলবে না কোনও ভর্তুকি৷ কেননা, এই মুহূর্তে ভারতীয় রেল যাত্রীপিছু ৪০ শতাংশ ভর্তুকি দিয়ে থাকে৷ ফলে, সেই ভর্তুকি তুলে দিলে এক ধাক্কায় বেশ খানিকটা বাড়তে পারে ভাড়া৷ নয়া এই ব্যবস্থা সংস্থার পক্ষে লাভজনক হলে পরিস্থিতি ক্ষেত্রে আরও বেশ কিছু রুট কিনে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে আইআরসিটিসি৷

Around The Web

Trending News

You May like