স্মৃতি ইরানির স্নানের ছবি ভাইরাল সোশ্যাল দুনিয়ায়

প্রয়াগরাজ: ৪৯ দিনের কুম্ভমেলার প্রথম দিনে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সঙ্গে যোগ দিলেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানিও। খুব সকালে শাহী পুণ্যস্নান করেন তিনি। পরে সেই ছবি ট্যুইটারে পোস্ট করে স্মৃতি ইরানি লিখেছেন, ‘হর হর গঙ্গে’৷ এর পরই স্মৃতি ইরানির স্নানের ছবি ভাইরাল সোশ্যাল দুনিয়ায়৷ পুলিশ, আধা সামরিক বাহিনীর কড়া নজরদারিতে সোমবার থেকেই জমজমাট কুম্ভমেলা। সরকারি হিসেব অনুযায়ী, কমপক্ষে

ec9e35122f85e1416b660a83d2dfcf69

স্মৃতি ইরানির স্নানের ছবি ভাইরাল সোশ্যাল দুনিয়ায়

প্রয়াগরাজ: ৪৯ দিনের কুম্ভমেলার প্রথম দিনে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সঙ্গে যোগ দিলেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানিও। খুব সকালে শাহী পুণ্যস্নান করেন তিনি। পরে সেই ছবি ট্যুইটারে পোস্ট করে স্মৃতি ইরানি লিখেছেন, ‘হর হর গঙ্গে’৷ এর পরই স্মৃতি ইরানির স্নানের ছবি ভাইরাল সোশ্যাল দুনিয়ায়৷

পুলিশ, আধা সামরিক বাহিনীর কড়া নজরদারিতে সোমবার থেকেই জমজমাট কুম্ভমেলা। সরকারি হিসেব অনুযায়ী, কমপক্ষে ৩৫ লক্ষ মানুষ মকর সংক্রান্তিতে শাহী পুণ্যস্নানে অংশ নিয়েছিলেন। আরও ৪৯ দিন ধরে চলবে মেলা। উত্তরপ্রদেশ সরকারের দাবি, এবারের কুম্ভমেলাতে কমপক্ষে ১২ কোটি মানুষ আসতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *