ভারতকে সরিয়ে চিনের সঙ্গে গাঁটছড়া বাঁধল ইরান, অথৈ জলে চাবাহার রেল প্রকল্প

ভারতকে সরিয়ে চিনের সঙ্গে গাঁটছড়া বাঁধল ইরান, অথৈ জলে চাবাহার রেল প্রকল্প

নয়াদিল্লি: আন্তর্জাতিক আঙিনায় বড় ধাক্কা ভারতের৷ চাবাহার রেল প্রকল্প থেকে ভারতকে সরিয়ে দিল ইরান৷ অন্যদিকে ২৫ বছরের জন্য চিনের সঙ্গে ৪০০ বিলিয়ন মার্কিন ডলারের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করল তেহরান৷ এই প্রকল্প থেকে ভারতকে সরানোর পিছনে চিনের মস্তিষ্ক রয়েছে বলে বিশেষজ্ঞ মহলের একাংশের অভিমত৷  

এদিকে, এই প্রকল্পের চুক্তি বাতিল হওয়ার পরই ময়দানে নেমে পড়ে কংগ্রেস শিবির৷ আক্রমণ শানায় মোদি সরকারকে বিরুদ্ধে৷ কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি টুইট করে বলেন, ‘‘এটি ভারতের জন্য একটা বড় ধাক্কা৷ বড়সড় ক্ষতির মুখ দেখতে হল দেশকে৷’’ তিনি আরও বলেন, ‘‘চাবাহার পোর্ট চুক্তি থেকে সরিয়ে দেওয়া হল ভারতকে৷ এটি মোদি সরকারের কূটনীতি৷ যা কোনও সফলতা ছাড়াই প্রশংসিত হয়েছে৷ অথচ চুপিসারে আসল কাজটা সেরে ফেলেছে চিন৷ তাদের সঙ্গে আরও ভালো চুক্তি স্বাক্ষর করেছে ইরান৷ ভারতের জন্য এটা একটা বড় ক্ষতি৷ তবে আপনি এই বিষয়ে প্রশ্ন করতে পারবেন না!’’ 

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের রিপোর্ট তুলে ধরে সিংভি আরও বলেন, তেহরানের অভিযোগ, সমঝোতা হওয়ার পর ৪ বছর কেটে গেলেও এই যোজনার ফান্ড দেয়নি ভারত৷ তাই এবার নিজেরাই এই যোজনার কাজ পুরো করার উদ্যোগ নিয়েছে তেহরান৷ চাবাহার রেল প্রকল্পের জন্য ৪০০ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে ইরানিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ফান্ড৷ ২০২২ সালের ২২ মার্চের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার কথা বলা হয়েছে৷ 

২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চাবাহার রেল প্রকল্পের চুক্তি করেছিলেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি৷ এই রেল প্রকল্প অনুযায়ী চাবাহার পোর্ট থেকে ইরান-আফগান সীমান্তের জাহেদান পর্যন্ত ৬২৮ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণের চুক্তি হয়েছিল৷ যার ফান্ড দিত ভারত৷ কিন্তু অভিযোগ, সময়মতো ভারত থেকে ফান্ড আসেনি৷ কিন্তু গত সপ্তাহে ইরানের পরিবহন ও নগরোন্নয়নমন্ত্রী মহম্মদ ইসলামি ৬২৮ কিলোমিটার দীর্ঘ রেলপথ তৈরির কাজের উদ্বোধন করে দেন৷ 

ইরানের রেল বিভাগের তরফে বলা হয়, ভারতের ওপর আস্থা রাখা হলেও, তারা সময়মতো সাহায্য করেনি৷ ভারতের সরকারি রেলওয়ে কোম্পানি ইরকান এই কাজ করার দায়িত্ব নিয়েছিল৷ ভারতের সঙ্গে চুক্তি বাতিল করে ইরান জানিয়ে দেয়,  ভারতের সাহায্য ছাড়াই ন্যাশানাল ডেভলপমেন্ট ফান্ডের ৪০০ বিলিয়ন ডলার ব্যবহার করেই এই কাজ সম্পন্ন করবে তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + three =