মহামারীর মহা-লুট! মাত্র ৪ কিমি পথ যেতে অ্যাম্বুল্যান্সের ভাড়া ১০ হাজার টাকা!

মহামারীর মহা-লুট! মাত্র ৪ কিমি পথ যেতে অ্যাম্বুল্যান্সের ভাড়া ১০ হাজার টাকা!

 
নয়াদিল্লি: একটা অ্যাম্বুল্যান্সের ভাড়া ১০ হাজার টাকা! ভাবা যায়৷ তাও আবার মাত্র ৪ কিলোমিটার পথ যাওয়ার জন্য৷ শুনতে অবাক লাগলেও এই ঘটনা ঘটেছে খোদ রাজধানীর বুকে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো দিল্লির দশা বেহাল। সর্বশেষ খবর অনুযায়ী, সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করোনায় আক্রান্ত হয়েছেন ২৪,২৩৫ জন। ৩৯৫ জনের মৃত্যু হয়েছে এই সময়সীমার মধ্যে, সক্রিয় রোগীর সংখ্যা আপাতত ৯৭,৯৭৭৷ সঙ্গত কারণেই অ্যাম্বুল্যান্স পরিষেবা চাইলেও মিলছে না। নেই অক্সিজেন। বেশ কিছু হাসপাতাল তাদের কাছে আর তাদের কাছে আর অক্সিজেন নেই বলে হাত তুলে দিয়েছে৷ আর এর মধ্যেই চলছে এক শ্রেণির মানুষের রমরমিয়ে কালোবাজারি।

সম্প্রতি আইএএস অফিসার অরুণ বোথরা নিজের সোশ্যাল মিডিয়া থেকে তার একটি উদাহরণ সকলের সামনে তুলে ধরেছেন। তিনি সেখানে লিখেছেন যে, প্রীতমপুরা থেকে ফর্টিস হাসপাতালের দূরত্ব মাত্র ৪ কিলোমিটার, কিন্তু ওইটুকু পথ যেতেই ডিকে অ্যাম্বুল্যান্স সার্ভিস বিল কেটেছে ১০ হাজার টাকার৷ সেই রসিদের ছবি তিনি আপলোডও করেছেন নিজের টুইটার অ্যাকাউন্টে৷ লিখেছেন যে, সারা বিশ্ব এখন আমাদের দেখছে, দেখছে কতটা অমানবিক মানুষ হতে পারে৷

স্বভাবতই বোথরার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। কমেন্ট আর লাইকের বন্যা বয়ে গিয়েছে৷ কমেন্টে অনেকেই জানিয়েছেন নিজেদের অভিজ্ঞতার কথা৷ তাঁরা যে ইতিমধ্যেই কালোবাজারের শিকার হয়েছেন সেকথা। কেউ আবার লিখেছেন শুধু মানবিকতা নয়, তাঁরাও আজকাল আর নিজেদের জীবন্ত বলে মনে করেন না। অনেকে লিখেছেন যে, অক্সিজেন কনসেনট্রেটর যেখানে খুব বেশি হলে ৮০ হাজার টাকার মধ্যে হয়ে যায়, সেটাই তাঁদের কিনতে হয়েছে ২ লক্ষ টাকা দিয়ে৷ এনিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে সাধারণ মানুষের একটাই আবেদন, তাঁর সরকার যেন এই সব ভাড়া এবং জিনিসপত্রের দাম বেঁধে দেয়৷ এখন দেখার সেই আবেদনে সরকার সাড়া দেয় কিনা৷

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =