দুর্নীতি বেড়েছে ভারতে! দেশের অবস্থান বলছে আন্তর্জাতিক সংস্থা

দুর্নীতি বেড়েছে ভারতে! দেশের অবস্থান বলছে আন্তর্জাতিক সংস্থা

নয়াদিল্লি: করোনা অতিমারীর কারণে বিশ্বের কোনও দেশে বেড়েছে দুর্নীতির পরিমাণ, তো কোনও দেশ নিজেদের দুর্নীতিমুক্ত রাখতে সক্ষম হয়েছে। বিশ্বে দুর্নীতির নিরিখে প্রতি বছর এই তালিকা প্রকাশ করে আসছে আন্তর্জাতিক সমীক্ষা সংস্থা ‘ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্সি’। এবছরও একইভাবে দুর্নীতির নিরিখে ১৮০টি দেশের তালিকা প্রকাশ করল এই আন্তর্জাতিক সংস্থা। এই তালিকায় ভারত কোথায় আছে? কোন স্থানেই বা আছে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলি?

‘ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্সি’ তালিকা অনুযায়ী ২০২০ বর্ষের সমীক্ষার তালিকায় ১৮০টি দেশের মধ্যে ভারত রয়েছে ৮৬ নম্বরে। গতবছর অর্থাৎ ২০১৯ এর তালিকায় যেখানে ভারতের স্থান ছিল ৮০ নম্বরে। এবছর ভারতের এই ৬ স্থান নেমে যাওয়ার পিছনে করোনা অতিমারী অনেকাংশে দায়ী বলে মনে করছে বিশেষজ্ঞ মহল৷ কারণ এই আন্তর্জাতিক সংস্থার দাবি করেছে, যে দেশে দুর্নীতি কম সেই দেশে করোনার বিরুদ্ধে যুদ্ধ করা ততটা কার্যকরী হয়েছে।

সমীক্ষা চালিয়ে তৈরি করা এই ১৮০টি দেশের তালিকায় ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান অনেকটাই নীচে। এই তালিকায় পাকিস্তান রয়েছে ১২৪ নম্বরে। যেখানে চীনের অবস্থান ৭৮, নেপাল রয়েছে ১১৭ নম্বরে এবং বাংলাদেশ রয়েছে ১৪৬ নম্বরে। এই তালিকায় প্রভাবশালী রাষ্ট্র আমেরিকা রয়েছে ৬৭ নম্বরে।

করোনা যুদ্ধের মাঝে দাঁড়িয়ে এবছর সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশের শিরোপা পেল নিউজিল্যান্ড। এছাড়াও শীর্ষস্থানে যুগ্মভাবে রয়েছে ডেনমার্ক। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড। উল্টোদিকে ‘ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্সি’র এই তালিকার সবচেয়ে নিম্নস্থানে রয়েছে দুর্নীতির বেড়াজালে আবদ্ধ রাষ্ট্র দক্ষিণ আফ্রিকা। এছাড়াও এই তালিকার নিচের দিকে রয়েছে সোমালিয়া ও সুদানের মতো দুটি দেশ। তালিকা প্রকাশকারী এই সংস্থার দাবি, করোনা অতিমারীর কারণে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ৩ দেশ।

অন্যদিকে, দুর্নীতিকে জয় করে এই তালিকায় বেশ উন্নত করেছে ২৬টি দেশ। স্থান উন্নতিকারী দেশের মধ্যে সবথেকে প্রথমে রয়েছে গ্রিস, যে দেশ এই তালিকায় ১৪ ধাপ এগিয়ে এসেছে ব্যাপক অর্থনৈতিক ভাঙ্গনের পরেও। এছাড়াও ১৩ ধাপ এগিয়েছে মায়ানমার এবং তালিকায় ৭ ধাপের উন্নতি করেছে ইকুয়েডর। তাছাড়া ২২ টি দেশ এই তালিকায় ব্যাপক অবনতির মুখ দেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 4 =