Unlock 2.0: আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ সমস্ত আন্তর্জাতিক উড়ান, ঘোষণা কেন্দ্রের

Unlock 2.0: আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ সমস্ত আন্তর্জাতিক উড়ান, ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি:  করোনা প্যান্ডেমিকের জেরে আগামী ১৫ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা৷ শুক্রবার এ কথা ঘোষণা করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)৷

এদিন ডিজিসিএ-র তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আগামী ১৫ জুলাই রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত ভারতমুখী এবং ভারত থেকে ছাড়া আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷’’ তবে আন্তর্জাতিক কার্গো বিমানের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করেনি ডিজিসিএ৷ যে বিশেষ বিমানগুলি চলাচল করছে, অর্থাৎ অনুমোদিত বিমান চলাচলে কোনও সমস্যা নেই বলেই জানিয়েছে কেন্দ্র।  

করোনা সংক্রমণ রুখতে লকডাউন জারি হওয়ার পরই ২৫ মার্চ থেকে বন্ধ হয়ে যায় সমস্ত আন্তর্জাতিক বিমান চলাচল৷ দু’ মাস বন্ধ থাকার পর গত ২৫ মে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু করা হয়৷ তবে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান এখনই চালু নয় বলে জানাল কেন্দ্র৷ 

গত ২০ জুন অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন, আন্তর্জাতিক উড়ান চালু করার ব্যাপারে কিছু বিষয়ের দিকে নজর দেওয়া প্রয়োজন৷ প্রথমত, যে দেশে বিমান যাবে, সেই দেশ তাদের আকাশ সীমা উন্মুক্ত করার পরই পরিষেবা চালু করা সম্ভব৷ এছাড়াও যে দেশে বিমান যাবে, সেই সব দেশ ভারতের যাত্রীদের নিতে আগ্রহী কি না সেটাও দেখতে হবে। দেখতে হবে দেশের বিভিন্ন রাজ্যও বিদেশি উড়ান নামতে দিতে চাইছে কি না। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকের মন্তব্যও গুরুত্বপূর্ণ৷

তিনি আরও বলেন, “আমাকে প্রায়ই জিজ্ঞাসা করা হয় আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা কবে চালু করা হবে। যদি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে আনা যায়, তাহলে আগামী মাসের মধ্যে এ বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারব। তবে এই সিদ্ধান্ত অসামরিক বিমানমন্ত্রক নেবে না। ঘরোয়া পরিস্থিতি বিবেচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র।”

তবে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার বিষয়ে সায় নেই অধিকাংশ রাজ্যেরই৷  অনেক রাজ্য আবার আভ্যন্তরীণ বিমান পরিষেবাও বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে কেন্দ্রের কাছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিদেশি বিমান বন্ধ রাখার আর্জি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =