নয়াদিল্লি: করোনা আবহে কি স্বভাবিক হতে চলেছে বিঘ্নিত আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা? সাংবাদিক বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি৷
মন্ত্রী হরদীপ পুরী বৃহস্পতিবার বলেন, করোনার ভাইরাসজনিত মহামারীর কারণে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হওয়ার পরে সরকার তিনটি দেশের সাথে আলোচনায় রয়েছে। এই দেশগুলি হল ফ্রান্স, আমেরিকা এবং জার্মানি। তিনি আরও বলেন, ‘‘আমাদের মতো অন্যান্য দেশও বিধিনিষেধ আরোপ করেছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে করোনার পূর্বের পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত আমি বিশ্বাস করি, দ্বিপাক্ষিক বিমান একমাত্র উপায়, যেখানে আমরা শর্তগুলি নির্ধারণ করতে পারি৷ এর অধীনে আরও বেশি যাত্রীরা পরিষেবা পাবে৷’’ তিনি জানিয়েছেন, ১৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এয়ার ফ্রান্স ভারতের তিনটি শহর, দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরু থেকে পরিষেবা জারি রাখবে৷
পুরি বলেন, ‘‘আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা বলতে গেলে, আমরা ইউনাইটেড এয়ারলাইন্সের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছি, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, পয়লা জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ১৮টি ফ্লাইট পরিচালনা করা হবে৷ তবে, এটি অন্তর্বর্তীকালীন৷ জার্মান থেকেও একটি অনুরোধ এসেছে এবং লুফৎহানসার সঙ্গে চুক্তি প্রায় শেষের পথে৷’’ তিনি এও বলেন, বেসামরিক বিমানের স্বাভাবিক পরিষেবা করোনা পরিস্থিতির উপর নির্ভর করে। আমরা এই বিমান পরিষেবার মাধ্যমে যতটা সম্ভব যাত্রীদের পরিষেবা দেব। তবে তা সহজে সম্ভব নয়, সমস্যা থাকবে এবং অন্যান্য দেশগুলিও যেখানে বিধিনিষেধ আরোপ করছে সেখানে কারো কাছে ভিসা এবং সমস্ত প্রয়োজনীয় নথি থাকলেও, বিশেষ অনুমতির প্রয়োজন হবে। এছাড়াও, সরকারের প্রোটোকল অনুসারে, বিদেশ থেকে ভারতে আসা প্রতিটি যাত্রীকে সাত দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে। তিনি জানিয়েছেন, করোনার কারণে আরোপিত বিধিনিষেধের মধ্যে আটকা পড়ে ৬ লক্ষ ৮৭ হাজার ৪৬৭ জন নাগরিককে ইতিমধ্যেই সরকার ফিরিয়ে এনেছে।
বেসামরিক বিমান পরিবহণ অধিদপ্তরের (ডিজিসিএ) পক্ষ থেকে আগে জানানো হয়েছিল যে, আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান পরিষেবা ৩১ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। ২৬ জুনের এই বিজ্ঞপ্তিতে আংশিক সংশোধন করে জানানো হয়েছে ভারত থেকে নির্ধারিত আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রীবাহী পরিষেবা ৩১ জুলাই থেকেই শুরু হবে। পাশাপাশি, আন্তর্জাতিক সমস্ত কার্গো পরিষেবা এবং বিশেষত ডিজিসিএ দ্বারা অনুমোদিত ফ্লাইটগুলির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।