নয়াদিল্লি: ২০ মার্চ ভোর সাড়ে পাঁচটায় ফাঁসি নিশ্চিত। তারপরেও ফাঁসি এড়াতে মরিয়া নির্ভয়ার তিন ধর্ষক। অক্ষয়, পবন ও বিনয় এবার নজিরবিহীনভাবে ফাঁসি এড়াতে দ্বারস্থ হয়েছে আন্তর্জাতিক আদালতের। এর আগে দেশের কোনও ধর্ষক ফাঁসি রদের দাবিতে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে বলে খবর নেই। তবে, আইনজীবী মহলের একাংশের দাবি, স্রেফ ফাঁসির সাজায় বিলম্বিত করার জন্যই এই পদক্ষেপ করা হল। কারণ ধর্ষকদের ফাঁসি অভ্যন্তরীণ বিষয়। তা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া অর্থহীন।
আগে তিনবার ফাঁসির গিয়েছে দোষীদের। তবে শেষবার পবন গুপ্তার প্রাণভিক্ষার আবেদন খারিজ করার পরেই বিচারক ধর্মেন্দ্র রানা আগামী ২০ তারিখ ফাঁসির দিন ঠিক করেন। জানা গিয়েছে, দোষীদের আইনজীবী এপি সিং জানিয়েছেন সুপ্রিম কোর্টের বলেছেন যে এবার আর আদালতের ফাঁসির দিনক্ষণ ঠিক করার ক্ষেত্রে কোনও বাধা নেই। যার ফলে সাজা মকুব বা ফাঁসির দিন পিছনো কিংবা অন্যান্য কোনও টালাবাহানার করার সমস্ত পথ এবার বন্ধ গিয়েছে দোষীদের সামনে।
২০১২ সালে ১৬ ডিসেম্বর একটি ফাঁকা বাসে ২৩ বছরের প্যারামেডিক্যাল ছাত্রীকে ছয় জন গণধর্ষণ করে, নৃশংসভাবে অত্যাচার করে। পরে ওই ছাত্রীর মৃত্যু হয়। সাত বছর পর চার ধর্ষকের ফাঁসির সাজা হয়। এক ধর্ষক নাবালক হওয়াক জুভেনাইল কোর্টে বিচার হয়। তার সাজার মেয়াদ শেষ হওয়ার পর মুক্তি পেয়ে যায়। অন্য এক দোষী জেলের মধ্যে আত্মহত্যা করে। কিন্তু বাকি চার মুকেশ সিং, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত ও বিনয় শর্মার ফাঁসির সাজা হয়। ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পর থেকেই নানা টালবাহানা শুরু হয়। আগামী ২০ মার্চ ভোর সাড়ে পাঁচটার সময় ফাঁসির সময় নির্ধারিত করা হয়েছে।