কেন্দ্রের নির্দেশ লঙ্ঘন করছে রাজ্য সরকার, পর্যবেক্ষক দলকে বাধা: স্বরাষ্ট্র যুগ্ম সচিব

কেন্দ্রের নির্দেশ লঙ্ঘন করছে রাজ্য সরকার, পর্যবেক্ষক দলকে বাধা: স্বরাষ্ট্র যুগ্ম সচিব

নয়াদিল্লি: নিয়ম লঙ্ঘন করেছে রাজ্য সরকার৷ খোদ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র যুগ্ম সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব৷ আজ সাংবাদিক বৈঠক করে কেন্দ্র সরকারের পাঠানো বিশেষ পর্যবেক্ষণ দলকে তাদের ইচ্ছে অনুযায়ী কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন তিনি৷ একইসঙ্গে কেন্দ্রের জারি করার নির্দেশ, রাজ্য সরকার ঠিকভাবে পালন করছে না বলেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি৷

আজ সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র যুগ্ম সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব বলেন, ‘‘কেন্দ্র সরকার ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী এন্টার মিনিস্টারিয়াল সেন্ট্রাল টিমকে ৪ রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল৷ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থানে৷ এই দলকে রাজ্য সরকার পুরোপুরি সহযোগিতা করেছে৷ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক জানতে পেরেছে, পশ্চিমবঙ্গে যে দলটি গিয়েছে কলকাতা ও জলপাইগুড়িতে৷ ওঁদের সঙ্গে সরকার ও স্থানীয় প্রশাসন কোনরকম সহযোগীতা করছে না৷ মিলছে না পরিদর্শনে যাওয়ার সুযোগ৷ তাঁদের যেতে বাধা দেওয়া হচ্ছে৷ স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না৷ ওদের সরোজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার সুযোগ দেওয়া হচ্ছে না৷ রাজ্য সরকার ২০০৫ সালে জারি করা কেন্দ্র সরকারের আদেশ লঙ্ঘন করচ্ছে৷ স্বরাষ্ট্রমন্ত্রক আজ রাজ্য সরকারকে চিঠি দিয়ে নির্দেশ দিয়েছে, তারা যেন স্বরাষ্ট্রমন্ত্রকের ১৯ এপ্রিল ২০২০ জারি করা নির্দেশ পালন করেন৷ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত যাতে করা যায়, তা ঠিকঠাক ভাবে কাজ করতে বলা হয়েছে৷


 

মঙ্গলবার রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ আনলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্তি সচিব অপূর্ব চন্দ্র৷ সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, প্রতিটি রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও কেন্দ্রের নির্দেশিকা পাঠানো হয়েছিল৷ যেখানে কেন্দ্রীয় দলকে সহযোগিতার কথা স্পষ্ট উল্লেখ করা হয়েছে৷ অন্য রাজ্যগুলি সহযোগিতা করলেও পশ্চিমবঙ্গ করছে না। এমনকী হটস্পট এলাকাতে তাঁদের যেতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। চন্দ্র জানান, গতকাল নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরও এদিন এলাকা পরিদর্শনে যেতে পারেননি তাঁরা। তাঁদের বলা হয়েছে, রাজ্যের কোনও প্রতিনিধি থাকলে তবেই কেন্দ্রীয় দলকে এলাকা পরিদর্শনের অনুমতি দেওয়া হবে।