interim budget
নয়াদিল্লি: দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটে রাজ্যগুলিকে সাহায্যের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ বাজেট বক্তৃতায় এদিন অর্থমন্ত্রী বলেন, আগের চেয়ে বিদেশি বিনিয়োগ অনেক বেড়েছে। আমরা বিদেশি বন্ধুদের অনেক সুবিধা দিচ্ছি। এর পাশাপাশি আমরা বিকশিত ভারত গড়ে তোলার কথা ভাবছি। মাইলস্টোনগুলি টপকাতে ৭৫ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হবে৷ আমাদের দেশে এখন দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেটা মোকাবিলা করতে রাজ্যগুলিকে সাহায্য করা হবে।