আরও কমতে পারে স্বল্প সঞ্চয়ে সুদের হার, এবার কোথায় রাখবেন টাকা?

ফের স্বল্প সঞ্চয়ে সুদ কমানোর পথে হাঁটতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সককার৷ লোকসভা ভোটের আগে স্বল্প সঞ্চয়ে সুদের হার কিছুটা বাড়লেও ভোটের পর বেশ কয়ের দফায় কমেছে সুদের হার৷ শোনা যাচ্ছে, নতুন বছরে আরও এক ধাপে স্বল্প সঞ্চয়ের সুদে কোপ দিতে চলেছে কেন্দ্র৷

নয়াদিল্লি: ফের স্বল্প সঞ্চয়ে সুদ কমানোর পথে হাঁটতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সককার৷ লোকসভা ভোটের আগে স্বল্প সঞ্চয়ে সুদের হার কিছুটা বাড়লেও ভোটের পর বেশ কয়ের দফায় কমেছে সুদের হার৷ শোনা যাচ্ছে, নতুন বছরে আরও এক ধাপে স্বল্প সঞ্চয়ের সুদে কোপ দিতে চলেছে কেন্দ্র৷

কেননা, জানুয়ারিতে নতুন করে সুদের হার ঘোষণা করার কথা কেন্দ্রেন৷ রাজধানীতে কান পাতলে শোনা যাচ্ছে, নতুন বছরে আবারও এক দফায় সুদ কমাতে পারে কেন্দ্র৷ স্বল্প সঞ্চয়ের সুদ কমালে ব্যাঙ্কগুলির আমানতে সুদের হার কমাবে৷ ফলে মূল্যবৃদ্ধির মতো গুরুতর  সমস্যায় মুখোমুখি হতে পারে আম জনতা৷

তিনমাস অন্তর কেন্দ্র সুদের হার নির্ধারণ করে৷ গত জুলাই মাসে সুদ কমলেও অক্টোবরে তার পরিবর্তন করা হয়নি৷ কিন্তু, এবার আরও এক দফায় স্বল্প সঞ্চয়ের সুদ কমার আশঙ্কা তৈরি হয়েছে৷ এমনিতেই ব্যাংকের তুলনায় ডাকঘরের স্বল্প সঞ্চয়ের সুদ বেশি দেওয়া হয়ে থাকে৷ ব্যাংক যদি আমানতে সুদ কমায়, তাহলে বেশি মাত্রায় পোস্ট অফিসে টাকা রাখার চল বাড়তে পারে৷ ফলে, তার প্রভাব পড়বে ব্যাংকে৷ ফলে, এবার স্বল্প সঞ্চয়ের সুদ কমিয়ে একুল-ওকুল বাঁচানোর চেষ্টা কেন্দ্রের৷ তাতে জনতার সমস্যা হলে হবে, ব্যাংক তো বাঁচবে৷ কটাক্ষ পর্যবেক্ষকদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *