FD-তে সুদ কমাল SBI, দেখুন নয়া তালিকা

FD-তে সুদ কমাল SBI, দেখুন নয়া তালিকা

কলকাতা: নতুন বছরের শুরুতে ফের গ্রাহকদের বিড়ম্বনায় ফেলল এসবিআই৷ রাতারাতি কমল ফিক্সড ডিপোজিটে সুদের হার৷ এফডির উপর সুদের হার কমানোর ঘোষণা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার৷

এসবিআইয়ের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, গত শুক্রবার থেকে নতুন হারে প্রযোজ্য হয়েছে এফডিতে সুদের হার৷ ১ থেকে ১০ বছরের মধ্যে যেকোনও এফবি ম্যাচিওর করছে সুদের হার কমছে ১৫-২০ বেসিস পয়েন্ট৷ ৭ থেকে ১ বছরের মধ্যে ম্যাচিওর হতে চলা ফিক্সড ডিপোজিটে সুদের হারে পরিবর্তন হচ্ছে না৷
 

সুদ কমার পর ফিক্সড ডিপোজিটে নতুন সুদের হার-

সাত দিন থেকে ৪৫ দিনের মধ্যে সুদের হার ৪.৫০ শতাংশ৷ ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মধ্যে সুদের হার দাঁড়িয়েছে ৫.৫০ শতাংশ৷ ১৮০ দিন থেকে ২১০ দিনের ক্ষেত্রে সুদের হার দাঁড়িয়েছে ৫.৮০ শতাংশ৷ ২১ দিন থেকে ১ বছরের কম মেয়াদি সুদের হার ৫.৮০ শতাংশ৷ এক বছর থেকে ২ বছর পর্যন্ত সুদের হার ৬.১০ শতাংশ৷ দুই বছর থেকে তিন বছরের সুদের হারে ৬.১০শতাংশ৷ তিন বছর থেকে পাঁচ বছরের কম সময়ের সুদের হার ৬.১০ শতাংশ৷ পাঁচ বছর থেকে ১০ বছরের মধ্যে ৬.১০ শতাংশ৷ প্রবীণ নাগরিকদের জন্য সব ৫০ বেসিস পয়েন্ট বাড়তি সুদ দেবে এসবিআই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *