ছুরির বদলে কেক লক্ষ্য করে গুলি, বার্থ ডে উদযাপন যুবকের

লখনউ: ছুরির বদলে কেক লক্ষ্য করে গুলি চালিয়ে বার্থ ডে উদযাপন। উত্সবের বহর দেখে চোখ কপালে ওঠার যোগাড়। সোশাল মিডিয়ার দৌলতে ভাইরাল সেই ভিডিও। পারিপার্শ্বিক পরিবেশ দেখে অনেকেরই অনুমান ভিডিওটি উত্তরপ্রদেশের মেরঠের। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে পুলিশ। ভিডিওতে দেখা যাচ্ছে, ফাঁকা রাস্তার ধারে একটি কেক রাখা রয়েছে। আর সেই কেক লক্ষ্য করে গুলি চালাচ্ছে

ছুরির বদলে কেক লক্ষ্য করে গুলি, বার্থ ডে উদযাপন যুবকের

লখনউ: ছুরির বদলে কেক লক্ষ্য করে গুলি চালিয়ে বার্থ ডে উদযাপন। উত্‌সবের বহর দেখে চোখ কপালে ওঠার যোগাড়। সোশাল মিডিয়ার দৌলতে ভাইরাল সেই ভিডিও। পারিপার্শ্বিক পরিবেশ দেখে অনেকেরই অনুমান ভিডিওটি উত্তরপ্রদেশের মেরঠের। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে পুলিশ।

ভিডিওতে দেখা যাচ্ছে, ফাঁকা রাস্তার ধারে একটি কেক রাখা রয়েছে। আর সেই কেক লক্ষ্য করে গুলি চালাচ্ছে এক যুবক। পাশেই দাঁড়ানো রয়েছে আরও কয়েকজন বন্ধু। কেকের গায়ে লেখা রয়েছে গুজ্জর। প্রথমবার নিশানায় ঠিকঠাক হয়নি। তাই বসে পড়ে আবার গুলি চালানো হয়। ভিডিওতে উপস্থিত যুবকদের নিজেদের মধ্যে হিন্দিত কথা বলতে শোনা যাচ্ছে। তবে কথার বিষয়বস্তু বোঝা যাচ্ছে না। তবে ভিডিওটি চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। কোথাকার ঘটনা, পিস্তল এল কিভাবে, একাধিক প্রশ্ন ভাবিয়ে তুলেছে প্রশাসনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =