সুড়ঙ্গে ঠিক কী ভাবে ছিলেন ৪১ জন শ্রমিক? ভিডিও প্রকাশ্যে

সুড়ঙ্গে ঠিক কী ভাবে ছিলেন ৪১ জন শ্রমিক? ভিডিও প্রকাশ্যে

দেরাদুন: ১৭ দিন পর উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে মুক্তি পেয়েছেন ৪১ জন শ্রমিক। তারা যেন নতুন জীবন পেয়েছেন। শারীরিকভাবে তাদের ধকল তো গিয়েছেই, মানসিকভাবে তারা আরও বেশি বিধ্বস্ত। তবে সকলেই জানতে উৎসুক ছিলেন যে সুড়ঙ্গের ভিতরে এতদিন ধরে শ্রমিকরা ঠিক কী অবস্থায় ছিলেন। তা এবার জানা গেল। সম্প্রতি উত্তরকাশীর সুড়ঙ্গের ভিতরের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতেই দেখা যাচ্ছে, ৪১ জন শ্রমিক কী ভাবে সময় কাটিয়েছেন, কোথায় শুয়েছেন। 

সুড়ঙ্গের ভিতরে শ্রমিকরা কেমন আছেন, তাঁদের ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল গত ১০ নভেম্বর। একটি পাইপের মধ্যে দিয়ে ক্যামেরা পাঠিয়ে সেই ভিডিয়ো করা হয়েছিল। কিন্তু ভিতরের বাকি শ্রমিকরা কী ছিলেন এই ১৭ দিন তার একটা আন্দাজ পাওয়া যাচ্ছে এই সাম্প্রতিক ভিডিওতে। এই ভিডিও শ্রমিকদের একজনই করেছেন। তাতে দেখা গিয়েছে, শ্রমিকরা কেউ শুয়ে, কেউ বসে নিজেদের মধ্যে গল্প করছেন। তবে সুড়ঙ্গের ভিতর যতটা অন্ধকার থাকবে বলে আশঙ্কা করা হয়েছিল, ততটা অন্ধকার ছিল না। বেশ কিছু লাইট জ্বলছিল। 

ভিডিওতে আরও দেখা গিয়েছে, বেশ কিছু শ্রমিক হাঁটাচলা করছেন, কারা নিজেদের মধ্যে গল্প করছেন। তবে কাউকে দেখে মনে হয়নি যে তারা প্রচণ্ড ভীত। অবশ্যভাবে বলা যায়, প্রত্যেক শ্রমিক নিজেদের মানসিকভাবে শান্ত করে রেখেছিলেন। তাই হয়তো ১৭ দিন তারা ওভাবে এক সুড়ঙ্গের ভিতর স্বাভাবিকভাবে রয়ে গিয়েছেন। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *