delhi
নয়াদিল্লি: দিল্লি-এনসিআর অঞ্চলে বাতাসের গুণমান নিয়ে উদ্বেগ ক্রমশ বেড়েছে। বর্তমানে যা অবস্থা তাতে আশঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। পরিস্থিতি এক কথায় অত্যন্ত ভয়ঙ্কর৷ আতঙ্কের আরও বড় কারণ হল, রাজধানীর বায়ুদূষণের পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। উন্নতি হওয়ার কোনও লক্ষণই নেই। এই আবহে চিকিৎসক মহলের বক্তব্য, এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লির বাতাসে শ্বাস নেওয়ার অর্থ একসঙ্গে ৪০-৫০টা সিগারেট খাওয়া।
রাজধানীর এই সমস্যা যে হালে হয়েছে তা নয়। বিগত কিছু বছর ধরেই ব্যাপক হারে বায়ুদূষণ বেড়েছে নয়াদিল্লি এবং সংলগ্ন অঞ্চলে। বিশ্বের মধ্যে অন্যতম এবং দেশের মধ্যে সর্বাধিক দূষিত শহর এটি। সাম্প্রতিক একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে, এই বায়ুদূষণের ফলে নানা রকম শারীরিক সমস্যা বাড়ছে যেমন চোখ-নাক জ্বলছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে৷ এমনকি ফুসফুস সংক্রান্ত রোগের সম্ভাবনা ৩০ শতাংশ বেড়ে গিয়েছে। অন্যদিকে যাদের হাঁপানির মতো রোগ তাদের অবস্থা দিনদিন আরও সঙ্গিন হচ্ছে। গবেষকদের অনুমান, শীতের পরিমাণ বাড়লে পরিস্থিতি আরও খারাপ হবে। তখন দিল্লিবাসীর স্বাস্থ্য কোন পর্যায়ে থাকবে তা নিয়ে চিন্তা।
শেষ কয়েক বছর ধরে সবথেকে দেশের সবথেকে দূষিত শহর হিসেবে পরিচিতি পাচ্ছে নয়াদিল্লিই। অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুর সময় থেকে দিল্লির বাতাসের পরিস্থিতি গত কয়েক বছর ধরেই ভয়াবহ হচ্ছে। দিল্লির সরকার একাধিক পদক্ষেপ নিলেও লাভ কিছুই হচ্ছে না। ফলত স্কুল-কলেজের পড়াশুনা কিছুদিন অনলাইন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।