শিল্পপতিরা হয় দেশ ছাড়াছেন কিংবা আত্মহত্যা করছেন: মমতা

কলকাতা: যদি এরকমভাবেই সমস্ত শিল্পপতিরা দেশ ছাড়া বা আত্মহত্যার পথ বেছে নেন, তাহলে কি মনে হয় না, দেশের জন্য এটি একটি মারাত্মক সংকেত? সিসিডির মালিকের আত্মহত্যার প্রসঙ্গ তুলে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, এরকমটা চলতে থাকলে সেটা শিল্প ও কৃষির বিষয়ে খুবই আতঙ্কের কথা৷ নিখোঁজ থাকার প্রায় ৪৮ ঘণ্টা পর অবশেষে উদ্ধার ক্যাফে কফি

শিল্পপতিরা হয় দেশ ছাড়াছেন কিংবা আত্মহত্যা করছেন: মমতা

কলকাতা: যদি এরকমভাবেই সমস্ত শিল্পপতিরা দেশ ছাড়া বা আত্মহত্যার পথ বেছে নেন, তাহলে কি মনে হয় না, দেশের জন্য এটি একটি মারাত্মক সংকেত? সিসিডির মালিকের আত্মহত্যার প্রসঙ্গ তুলে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, এরকমটা চলতে থাকলে সেটা শিল্প ও কৃষির বিষয়ে খুবই আতঙ্কের কথা৷

নিখোঁজ থাকার প্রায় ৪৮ ঘণ্টা পর অবশেষে উদ্ধার ক্যাফে কফি ডে’র মালিক ভিজি সিদ্ধার্থের দেহ৷ কর্ণাটকের ম্যাঙ্গালুরুর একটি ব্রিজ থেকে নিখোঁজ হয়ে যান তিনি৷ পরে আজ নেত্রবতী নদী থেকে সিসিডি’র মালিকের খুঁজে পান উদ্ধারকারী দল৷

সিসিডির মালিক সিদ্ধার্থের গাড়ির চালক বাসবরাজ পাতিল জানিয়েছিলেন, তাঁরা টয়োটা ইনোভা গাড়িতে বেঙ্গালুরু থেকে সাকলেসপুরে যাচ্ছিলেন৷ কিন্তু, সিদ্ধার্থ হঠাৎই ম্যাঙ্গালুরুর দিকে গাড়ি ঘোরাতে বলেন৷ উল্লাল ব্রিজের ওপর গাড়ি থেকে নেমে যান তিনি৷ পর থেকে আর তাঁকে খুঁজে পাওয়া যায়নি৷ কিছুদিন আগেই সিদ্ধার্থ তাঁর বোর্ড সদস্য ও কর্মচারীদের উদ্দেশে লেখা একটি চিঠিতে আয়কর অফিসারের হাতে হয়রানি ও ব্যবসা লাভজনক না হওয়ায়  দুঃখপ্রকাশ করেন৷ বছর ৬০-এর ব্যবসায়ীর খোঁজে মঙ্গলবার থেকে শুরু হয় অভিযান৷ বুধবার পাওয়া গিয়েছে তাঁর দেহ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 16 =