ভারত-পাক বাস পরিষেবায় ‘না’ পাকিস্তানের, বিফলে শান্তি?

পুঞ্চ: সমঝোতা এক্সপ্রেস চালু হলেও পুঞ্চ থেকে রাওয়ালকোট বাস পরিষেবা বন্ধ রাখল পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খান মুখে শান্তির কথা বলে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন ভর্তমানকে মুক্তি দিয়েছেন। কিন্তু তারপরেও ইসলামাবাদের আচার আচরণে তেমন কোনও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এদিন থেকে সমঝোতা এক্সপ্রেস ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশই। আবার এদিনই পুঞ্চ-রাওয়ালকোট

8644a13dbfa14bcd21228507b51e9991

ভারত-পাক বাস পরিষেবায় ‘না’ পাকিস্তানের, বিফলে শান্তি?

পুঞ্চ: সমঝোতা এক্সপ্রেস চালু হলেও পুঞ্চ থেকে রাওয়ালকোট বাস পরিষেবা বন্ধ রাখল পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খান মুখে শান্তির কথা বলে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন ভর্তমানকে মুক্তি দিয়েছেন। কিন্তু তারপরেও ইসলামাবাদের আচার আচরণে তেমন কোনও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না।

এদিন থেকে সমঝোতা এক্সপ্রেস ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশই। আবার এদিনই পুঞ্চ-রাওয়ালকোট সাপ্তাহিক বাস পরিষেবার জন্য নিয়ন্ত্রণ রেখার ফটক খুলল না পাকিস্তান। সোমবার বাসটি জম্মু ও কাশ্মীরের পুঞ্চ থেকে নিয়ন্ত্রণ রেখায় পৌঁছলে পাক কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয় যে আজ ফটক খুলবে না। ফলে পাক অধিকৃত কাশ্মীরের লোকেদের এই সপ্তাহে আর বাড়ি ফেরা হল না।

এদিন ফটক না খোলায় বাড়ি যেতে পারেননি পাক অধিকৃত কাশ্মীরের মিরপুরের বাসিন্দা সৈয়দ বুখারি। তিনি জানিয়েছেন, ‘আমি বাড়ি ফিরছিলাম। সীমান্তে পৌঁছে টিকিটও কেটেছিলাম। কিন্তু আমাদের বলা হল যে পাকিস্তানি কর্তৃপক্ষ আজ ফটক খুলবে না। তাই সেখান থেকে ফিরে আসতে হল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *