একজন যাত্রীর নামে বুক করা যাবে দু’টি আসন, নয়া  উদ্যোগ ইন্ডিগোর

একজন যাত্রীর নামে বুক করা যাবে দু’টি আসন, নয়া  উদ্যোগ ইন্ডিগোর

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে যাত্রীদের বাড়তি সুরক্ষা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিল বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগো৷ একজন যাত্রীর নামে দুটি আসন বুক করার সুযোগ এনে দিল এই বিমান সংস্থা৷ এই নতুন প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘৬ই ডবল সিট সার্ভিস’৷ এই পরিষেবার ফলে যাত্রীরা আরও বেশি স্বচ্ছন্দ্যে বিমান সফর করতে পারবেন বলে দাবি৷ চলতি মাস থেকেই এই অফার কার্যকর হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে৷ 

করোনা পরিস্থিতিতে বারবার সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে৷ বিমান সফরের সময়েও যাতে এই দূরত্ব বজায় রাখা যায়, সেই উদ্দেশেই এই অভিনব সিদ্ধান্ত৷ এই স্কিম অনুযায়ী, একজন ব্যক্তির নামে দুটি আসন বুক করা যাবে৷ ইন্ডিগোর চিফ স্ট্র্যাটেজি এবং রেভেনিউ অফিসার সঞ্জয় কুমার বলেন, ‘‘আমরা বহু মানুষের কাছ থেকেই এই ধরেনর পরিষেবা চালু করার আবেদন পেয়েছি৷ এই স্কিম চালু করতে পেরে আমরা আনন্দিত৷ এর ফলে যাত্রীরা আরও বেশি সুরক্ষিত ভাবে বিমান সফর করতে পারবেন৷’’ 

ইন্ডিগোর ডবল সিট স্কিম সম্পর্কে ১০টি তথ্য-
 

* এই স্কিমে একজন যাত্রী তাঁর নামে সিট বুক করার সময় একটি বাড়তি সিট বুক করতে পারবেন৷ 
* ‘৬ই ডবল সিট’ স্কিম কোনও ট্রাভেল পোর্টাল, ইন্ডিগো কল সেন্টার বা এয়ারপোর্ট কাউন্টারে উপলব্ধ নয়৷
* ইন্ডিগোর এই ডবল সিট স্কিম একমাত্র পাওয়া যাবে সংস্থার ওয়েবসাইটে৷ 
* বিমান উড়ানের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত ডবল সিট কেনা যেতে পারে৷ 

* ইন্ডিগোর গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে এই স্কিম প্রযোজ্য নয়৷ 
* ডবল সিট অন্য কোনও যাত্রীকে দেওয়া যাবে না বা বিক্রি করা যাবে না৷ 
*  ডবল সিট কেনার সময় আসন নির্বাচন করা বাধ্যতামূলক৷ 
* নির্দিষ্ট বিমানে কেবলমাত্র সংলগ্ন আসনটিই ডবল সিট হিসাবে বুক করা যাবে৷ 
* অতিরিক্ত আসনের জন্য মূল বুকিং ব্যয়ের ২৫ শতাংশ পর্যন্ত কার্যকর হতে পারে৷ 
* আগামী ২৪ জুলাই থেকেই এই অফার কার্যকর হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + eight =