নয়াদিল্লি: দিন কয়েক আগে বিমানে উঠতে না পেরে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে প্যানিক অ্যাটক হয়েছিল এক মহিলা যাত্রীর৷ বিমান বন্দরের মেঝেতেই লুটিয়ে পড়েছিলেন তিনি৷ সেই নিয়ে সমালোচনার মুখে পড়েছিল এয়ার ইন্ডিয়া৷ এবার জরিমানার নির্দেশ বেসরকারি বিমান পরিবহণ সংস্থা ‘ইন্ডিগো’কে৷ ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে সংস্থাকে৷ অভিযোগ, রাঁচি বিমানবন্দরে এক প্রতিবন্ধী শিশুকে বিমানে উঠতে বাধা দেন ইন্ডিগোর গ্রাউন্ড স্টাফেরা। প্রতিবাদে শিশুটির বাবা-মা’ও বিমান উঠতে অস্বীকার করেন। সেই ঘটনার প্রেক্ষিতেই জরিমানার মুখে পড়তে হল ইন্ডিগো-কে।
আরও পড়ুন- কেজিএফ সিনেমার রকি ভাইকে অনুকরণ, টানা ধুমপান করে হাসপাতালে কিশোর
অভিযোগ, গত ৭ মে এক প্রতিবন্ধী শিশু রাঁচি বিমানবন্দর থেকে হায়দরাবাদগামী বিমানে উঠতে গেলে তাকে আটকে দেন ইন্ডিগোর কর্মীরা। তাঁদের দাবি, শিশুটি বিমানে ওঠার আগে ঘাবড়ে গিয়েছিল। এই অবস্থায় তাকে বিমানে তোলা হলে পরিস্থিতি জটিল হতে পারত। কিন্তু শিশুটিকে বিমানে উঠতে না দেওয়ায় তার মা-বাবাও বিমানে উঠতে আপত্তি করেন। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার মুখে পড়ে ইন্ডিগো। এই ঘটনায় বিমান সংস্থাকে ৫ লক্ষ টাকা জরিমানা করে ‘ডিরেক্টোরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)’।
ডিজিসিএ-র তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশেষ পরিস্থিতির মধ্যে বুদ্ধিদীপ্ত প্রতিক্রিয়া কাম্য। বিমান সংস্থার কর্মীরা সেই বিশেষ পরিস্থিতিতে নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালনে ব্যর্থ হয়েছেন। এটি পরিষেবা প্রদানের নূন্যতম শর্তের পরিপন্থী।’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>