দেশের যুবকরা লড়তে পারেন করানোর বিরুদ্ধে, ছন্দে ফিরতে পারে অর্থনীতি

দেশের যুবকরা লড়তে পারেন করানোর বিরুদ্ধে, ছন্দে ফিরতে পারে অর্থনীতি

নয়াদিল্লি:  ধুঁকতে থাকা অর্থনীতিতে অক্সিজেন জোগাতে দ্বিতীয় দফার লকডাউনে একাধিক বিষয়ে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র৷ সরকারের এই সিদ্ধান্তে ফের কাজে ফেরার সুযোগ পাবেন বহু মানুষ৷ ভারতের কর্মক্ষম জনসংখ্যা বিশ্বের মধ্যে সর্বকনিষ্ঠ৷ ভারতের এই যুব সমাজ শুধু দেশের অর্থনীতিকেই পুনরুজ্জীবিত করবে না, করোনা বিরোধী লড়াইয়ে তাঁরাই হল দেশের যোদ্ধা৷ 

বেশ কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করার পর রিটেল বা খুচরো ব্যবসা এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কী ভাবে লকডাউন প্রত্যাহার করা যায়, সেই বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ অর্থনীতির গতি ফেরাতে ঘর ছেড়ে বাইরে আসতে হবে গ্রাহকদের৷ করোনা পরিস্থিতিতে কী ভাবে তা সম্ভব, তা নিয়ে চিন্তায় কেন্দ্র৷ 

সমম্প্রতি একটি সাক্ষাৎকারে ডা. জয়প্রকাশ মুলিয়িল বলেন, লকডাউন সময়কে আটকানোর একটি উপায়৷ কিন্তু লকডাউন উঠলে ফের মাথাচারা দিতে পারে ভাইরাস৷ কাজেই আমাদের প্রত্যেকের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে৷ বাড়ির বয়স্কদের বিশেষ খেয়াল রাখতে হবে৷ বাইরে বেরনোর সময় সতর্কতা মেনে চলতে হবে যুব সমাজকেও৷ সারা জীবন লকডাউনের মধ্যে কাটানো তো সম্ভব নয়৷ হয়তো খুব শীঘ্রই এর করোনার প্রতিশেধক আবিষ্কার হয়ে যাবে৷ কিন্তু যতক্ষণ না তা হচ্ছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে৷ আগামী ছয় মাস অন্তত বয়ঃজেষ্ঠ্যদের খেয়াল রাখুন৷ যাতে তাঁদের থেকে সংক্রমণ যুব সমাজের মধ্যে ছড়িয়ে পরতে না পারে৷ বাহক না পেলে একসময় ধ্বংস হয়ে যাবে কোভিড-১৯৷

২০১১ সালের আদমসুমারি অনুযায়ী বয়সের ভিত্তিতে আমরা ভারতের জেলাগুলির একটি প্রোফাইল দেখতে পাই৷ যেখানে দেশের ৫২৯টি জেলায় জনসংখ্যার ৮৫ শতাংশই ৬০ বছরের নীচে৷ আবার ৩৫৩টি জেলার মধ্যে বেশ কিছু অঞ্চল ‘গ্রিন জোন’ হিসাবে চিহ্নিত হয়েছে৷ যেখানে থাবা বসাতে পারেনি কোভিড -১৯৷ এই সকল অঞ্চলে বয়স্কদের বিশেষ খেয়াল রাখতে হবে৷ সব কিছুর উর্ধে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কী ভাবে জীবন বাঁচিয়ে কাজে ফিরবে ভারত৷ আপাতত এর একটাই উত্তর হতে পারে, যতক্ষণ না প্রতিষেধক আবিষ্কার হচ্ছে, ইমিউনিটি বাড়িয়ে তুলতে হবে৷ কারণ যুব সমাজই করোনা যুদ্ধের প্রধান কাণ্ডারী৷ তাঁদের রোগ প্রতিরোধের ক্ষমতাই রুখতে পারবে করোনার সংক্রমণ৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 8 =