সমুদ্রের গ্রাসে যেতে বসছে ভারতের দু’টি মেট্রো শহর: নাসা

মুম্বই : ধ্বংসের পথে পরিবেশ৷ বাড়ছে উষ্ণতা৷ প্লাস্টিক ক্ষতি করছে গোটা পৃথিবী৷ এমন একটি পরিস্থিতে দাঁড়িয়ে চিন্তা বাড়াল নাসার নয়া রিপোর্ট৷ ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে চেন্নাই, মুম্বই৷ গলছে আন্টার্টিকার বরফ৷ ততে বাড়ছে জলের পরিমাণ৷ ঠিক এরকমভাবেই বরফ গলতে থাকলে পৃথিবীর জন্য অপেক্ষা করছে এক সাংঘাতিক ভবিষ্যত৷ সবার আগে জলের তলায় চলে যাবে মুম্বাই

সমুদ্রের গ্রাসে যেতে বসছে ভারতের দু’টি মেট্রো শহর: নাসা

মুম্বই : ধ্বংসের পথে পরিবেশ৷ বাড়ছে উষ্ণতা৷ প্লাস্টিক ক্ষতি করছে গোটা পৃথিবী৷ এমন একটি পরিস্থিতে দাঁড়িয়ে চিন্তা বাড়াল নাসার নয়া রিপোর্ট৷ ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে চেন্নাই, মুম্বই৷

গলছে আন্টার্টিকার বরফ৷ ততে বাড়ছে জলের পরিমাণ৷ ঠিক এরকমভাবেই বরফ গলতে থাকলে পৃথিবীর জন্য অপেক্ষা করছে এক সাংঘাতিক ভবিষ্যত৷ সবার আগে জলের তলায় চলে যাবে মুম্বাই ও চেন্নাই৷ তলিয়ে চলে যেতে পারে এই দুই শহর৷ এমন আশঙ্কা নাসার৷ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ এই ঘটনা ঘটতে পারে৷ নাসার পরামর্শ, এর থেকে রক্ষা পেতে বেশি করে লাগাতে হবে গাছ৷ তাহলে যদি এই পৃথিবাকে ধ্বংস হওয়ার থেকে বাঁচানো যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *