করোনা রুখতে রাজ্যকে ১৫ হাজার কোটি টাকার প্যাকেজ কেন্দ্রের

করোনা রুখতে রাজ্যকে ১৫ হাজার কোটি টাকার প্যাকেজ কেন্দ্রের

নয়াদিল্লি: দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে ১৫০০০ কোটি টাকা দিতে চলেছে কেন্দ্র৷  এই বরাদ্দ অর্থ সম্পূর্ণভাবে চিকিৎসা খাতে ব্যবহার করতে হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে৷

দেশের বিভিন্ন অঞ্চলে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিকূল অবস্থার সৃষ্টি হচ্ছে৷ একদিকে যেমন সংক্রমণ রোধক পোশাকের অভাব, তেমনি বিভিন্ন ক্ষেত্রে  হাসপাতাল স্যানিটাউজড করার মতো অর্থ নেই রাজ্য সরকারের কাছে৷ ওষুধের অপ্রুতলতা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে৷ এছাড়াও মাস্ক ও গালভসের মতো অতি প্রয়োজনীয় জিনিসের আকাল দেখতে পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে৷

করোনার বিরুদ্ধে প্রতিরোধ করতেই এই ব্যবস্থা করা হয়েছে৷ করোনা সংক্রমণের দিক থেকে ভারত এখন স্টেজ টু ও স্টেজ থ্রির মাঝখানে রয়েছে৷ বিশেষজ্ঞরা বলছেন, ভারত করোনা সংক্রমণের দিক থেকে কোনওভাবে স্টেজ থ্রিতে পৌঁছে গেলে , সেখান থেকে ফিরে আসা কঠিন হবে৷ ভারতে সব থেকে বেশি পাঁচটা রাজ্য আক্রান্ত হয়েছে৷ মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, রাজস্থান, তেলেঙ্গানা৷ যদিও এই সব রাজ্যে হু হু করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণ হিসেবে নিজামুদ্দিনের জমায়েতকেই দায়ি করা হচ্ছে৷ ২৪ মার্চ জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত এলাকাকে সরকারি অনুদান দেওয়ার কথা বলেছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − seven =