দশেরায় মুক্তি পেল ভারতের নতুন গেম FAU-G, শেয়ার করলেন অক্ষয় কুমার

নয়াদিল্লি: ভারতের নতুন ভিডিও গেম ফৌজি-র টিজার শেয়ার করলেন অভিনেতা অক্ষয় কুমার৷ গালওয়ান ভ্যালিতে চিনা সৈন্যের সঙ্গে ভারতের ধুন্ধুমার লড়াই নিয়ে তৈরি হয়েছে ফৌজি নামক এই গেমটি৷ চিনের আগ্রাসী মনোভাব ও কার্যকলাপের পাল্টা জবাব দিতে চিনের বহু অ্যাপ ব্যান করে দেওয়া হয় ভারতে৷ যার মধ্যে রয়েছে জনপ্রিয় গেম পাবজি৷ এই গেম ব্যান হওয়ার পর থেকেই মুষড়ে পড়ে পাবজি প্রেমীরা৷ তাদের জন্যেই আনা হয়েছে ভারতীয় প্রযুক্তিতে তৈরি গেম ফৌজি৷ সোমবার টুইটার এই গেমের টিজারই শেয়ার করলেন অভিনেতা অক্ষয় কুমার৷ 

নয়াদিল্লি: ভারতের নতুন ভিডিও গেম ফৌজি-র টিজার শেয়ার করলেন অভিনেতা অক্ষয় কুমার৷ গালওয়ান ভ্যালিতে চিনা সৈন্যের সঙ্গে ভারতের ধুন্ধুমার লড়াই নিয়ে তৈরি হয়েছে ফৌজি নামক এই গেমটি৷ চিনের আগ্রাসী মনোভাব ও কার্যকলাপের পাল্টা জবাব দিতে চিনের বহু অ্যাপ ব্যান করে দেওয়া হয় ভারতে৷ যার মধ্যে রয়েছে জনপ্রিয় গেম পাবজি৷ এই গেম ব্যান হওয়ার পর থেকেই মুষড়ে পড়ে পাবজি প্রেমীরা৷ তাদের জন্যেই আনা হয়েছে ভারতীয় প্রযুক্তিতে তৈরি গেম ফৌজি৷ সোমবার টুইটার এই গেমের টিজারই শেয়ার করলেন অভিনেতা অক্ষয় কুমার৷ 

নিজের টুইটার হ্যান্ডেলে দশেরার প্রসঙ্গ টেনে এনে অক্ষয় লেখেন, “আজ আমাদের অশুভর নাশ করে শুভকে জয় করার দিন৷ ফৌজিকে সেলিব্রেট করার জন্যে এই দিনটি সঠিক৷ দশেরা উপলক্ষে মুক্তি পেল ফৌজি-র টিজার৷” টিজারে দেখা যাচ্ছে সীমান্তে পাহারা দিচ্ছে ভারতীয় সেনা৷ এদিকে হেলিকপ্টারে করে উড়ে আসছে চিনের সেনা৷ চিনের সেনাকে লড়াইয়ে হারিয়ে দিচ্ছে ভারতীয় সেনা জওয়ান৷ এভাবেই শক্রুর হাত থেকে ভারতকে রক্ষা করছে ভারতীয় সেনাবাহিনী৷ জানা গিয়েছে খুব শীঘ্রই মুক্তি পাবে এই নতুন ভিডিও গেম ফৌজি৷ সম্ভবত নভেম্বরের মধ্যে মুক্তি পাবে এই গেম৷ যার ফলে পাবজি প্রেমীরা খুব জলদিই খেলতে পারবে ভারতের নিজস্ব এই গেমটি৷ 

চিনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হতেই ভারতের নিরাপত্তার খাতিরে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয় বিভিন্ন চিনা অ্যাপে৷ যার মধ্যে ছিল অতি জনপ্রিয় অ্যাপ টিকটক, পাবজী৷ পাবজীতে নিষেধাজ্ঞা জারি হতে সমস্যায় পড়েন পাবজী প্রেমীরা৷ পাবজির নেশায় বুঁদ তরুণ প্রজন্মের তো মাথায় হাত। সেইসময় প্রধানমন্ত্রীও আত্মনির্ভরতার বার্তা দেন দেশবাসীকে৷ এরপরেই জানা যায় আসতে চলেছে ভারতের তৈরি নতুন গেম ফৌজি৷  দিনের অধিকাংশ সময় যাঁরা বন্দুক কেনাবেচা ও যুদ্ধ ক্ষেত্রে সদা ব্যস্ত থাকত, তাদের কথা ভেবেই শীঘ্রই নতুন গেম ফৌজি আসতে চলেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =