বদলে যাচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত? কেন্দ্রের মত জানতে চাইল আদালত

নয়াদিল্লি: ‘বন্দে মাতরম’কে জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা দেওয়া নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল দিল্লি হাইকোর্ট৷ ‘বন্দে মাতরম’কে জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা দেওয়া নিয়ে বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় হাইকোর্টে আবেদন করেন৷ সেই আবেদনের ভিত্তিতে আজ মঙ্গলবার তাঁর আবেদনের ফের শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর৷ ১৯১১ সালে রীবিন্দ্রনাথ ঠাকুর রচিত ‘জনগণমন’ গানটির

বদলে যাচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত? কেন্দ্রের মত জানতে চাইল আদালত

নয়াদিল্লি: ‘বন্দে মাতরম’কে জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা দেওয়া নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল দিল্লি হাইকোর্ট৷ ‘বন্দে মাতরম’কে জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা দেওয়া নিয়ে বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় হাইকোর্টে আবেদন করেন৷ সেই আবেদনের ভিত্তিতে আজ মঙ্গলবার তাঁর আবেদনের ফের শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর৷

১৯১১ সালে রীবিন্দ্রনাথ ঠাকুর রচিত ‘জনগণমন’ গানটির প্রথম স্তবকটিকে ১৯৫০ সালে দেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয় সংবিধান সভা৷ এই গানে উল্লিখিত ‘অধিনায়ক’ কোনও ব্যক্তি বা পদবিশেষ নয়, ‘জনগণমন অধিনায়ক’ এক প্রতীকী ব্যঞ্জনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =