ভারতে ৪টি লকডাউন ব্যর্থ, এবার কী করবে সরকার? প্রশ্ন রাহুলের

ভারতে ৪টি লকডাউন ব্যর্থ, এবার কী করবে সরকার? প্রশ্ন রাহুলের

নয়দিল্লি: দিনে দিনে বাড়ছে করোনা সংক্রমণ৷ লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা৷ করোনা রুখতে চতুর্থ দফায় লকডাউনের ঘোষণা করা হলেও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি৷ উল্টে চতুর্থ দফার লকউন উঠে যাওয়ার পথে৷ চতুর্থ লকডাউনের শেষলগ্নে দাঁড়িযে মোদি সরকারের ব্যর্থতার দিকে আঙুল তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷

ভারতে লকডাউন ঘোষণা হওয়ার পরও উদ্দেশ্য পূরণ হয়নি ৷  লকডাউন বিধি কার্যকর করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। চার দফায় লকডাউন ঘোষণা করা হলেও নিয়ন্ত্রণে আসেনি সংক্রমণ৷ আর এই অভিযোগ তুলে এবার কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়িয়েছেন সোনিয়া-পুত্র রাহুল গান্ধী৷

আজ সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন ২১ দিনের মধ্যে করোনার বিরুদ্ধে লড়াই জয় আসবে৷ চারটি লকডাউন হয়ে গিয়েছে৷ ৬০দিন অতিক্রান্ত৷ ভারত একমাত্র দেশ যেখানে রোগ বাড়ার সময় লকডাউন বন্ধ করে দেওয়া হচ্ছে৷ জাপান দেখুন, করিয়া দেখুন, সমস্ত দেশ লকডাউন বন্ধ করেছে যখন তাদের সংক্রমণের সূচক নিচের দিকে নেমেছে৷ এটা দেখে পরিষ্কার, ভারত পুরোপুরি ব্যর্থ হয়েছে৷ যে লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন ঘোষণা করেছিলেন, সেই লক্ষ্য পূর্ণতা পায়নি৷ আমরা অত্যন্ত সহানুভূতির সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইছি, পরবর্তী পরিকল্পনা আপনার কী রয়েছে? জানান৷’’

অন্যদিকে গোটা দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা৷ দেশে ১৩৮৮৪৫ জন আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ৪০২১ জনের৷ মৃত্যু ও আক্রান্তের নিরিখে এই মুহূর্তে শীর্ষস্থান দখল করে রেখেছে মহারাষ্ট্র৷ মারাঠাভূমে ১৬৯৫ জনের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৬৬৭ জন৷ পরবর্তী স্থানে রয়েছে গুজরাত৷ সেখানে মৃত্যুর সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি৷ এখনও পর্যন্ত গুজরাতে ৮৮৮ জনের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত হয়েছেন ১৪৪৬০ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *