Aajbikel

জি২০-তে ভারতের খরচ ৯৯০ কোটি! ২০০ গুণ বেশি খরচ করেছিল চিন! বাকি দেশগুলির ব্যয় কত?

 | 
মোদী

নয়াদিল্লি: চলতি বছর জি২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত৷ এই মেগা ইভেন্টের বাজেট ৯৯০ কোটি টাকা বা ১২০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। দিল্লিতে দু'দিন ব্যাপী চলবে বৈঠক৷ তার আগে রাজধানীতে দিল্লিকে সাজিয়ে তুলতে ৪,১০০ কোটি টাকা খরচ হয়েছে৷ কেমন খরচ হয়েছিল অন্যান্য আয়োজন দেশের৷ 

 

রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে জি২০ সম্মেলনের জন্য ৩৩ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭৫ কোটি টাকা খরচ করেছিল ইন্দোনেশিয়া। ২০১৯ সালে জি২০-র আয়োজন ছিল জাপান৷ এই সম্মেলনের জন্য ৩২০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছিল সূর্যোদয়ের দেশ। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২,৬৬০ কোটি টাকা৷ 

২০১৮ সালে জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব করেছিল আর্জেন্তিনা। জানা গিয়েছে, এই সম্মেলনের আয়োজন করতে লিওনেল মেসির দেশের খরচ হয়েছিল ১১২ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৯৩১ কোটি টাকার মতো। 


এর আগে ২০১৭ সালে জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব করেছিল জার্মানি। তাদের খরচ হয়েছিল ৯৪ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৮২ কোটি টাকা৷ তবে সকলকে ছাপিয়ে গিয়েছে চিন৷ জি২০ শীর্ষ সম্মেলনে তাদের খবর হয়েছিল ভারতের ২০০ গুণ৷ 

Around The Web

Trending News

You May like