জেলা ভিত্তিক ‘করোনা ট্র্যাকার’ আবিষ্কার করলেন ৩ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

জেলা ভিত্তিক ‘করোনা ট্র্যাকার’ আবিষ্কার করলেন ৩ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

বেঙ্গালুরু:  দেশে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ করোনা আক্রান্তের হদিশ পেতে ভারতে প্রথম জেলা ভিত্তিক লাইভ কোভিড-১৯ ট্র্যাকার ওয়েবাসাইট তৈরি করল বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারিং কলেজ মহিন্দ্রা ইকোল সেন্ট্রালের পড়ুয়ারা৷ এটি অ্যাপ হিসাবে মোবাইল ফোনেও ইনস্টল করা যাবে৷ 

বিশ্বস্ত সূত্র থেকেই পরিসংখ্যান নেওয়া হবে এই ওয়াবসাইটে৷ যেমন সরকারি স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট বা প্রথম সারির সর্বভারতীয় সংবাদ সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পুনরায় খতিয়ে দেখার পরই এই ওয়েবসাইটের ম্যাপ  চিহ্নিত করা হচ্ছে৷ গোটা বিষয়টি সামলাচ্ছেন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা৷ 

রিপোর্ট বলছে, CovIndia ভারতের একমাত্র জেলা ভিত্তিক কভিড-১৯ ট্র্যাকার৷ দেশের অভ্যন্তরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় এই ওয়েবাসাইট অত্যন্ত সহযোগী হতে পারে বলে মনে করা হচ্ছে৷ এর মাধ্যমে করোনা প্রবণ অঞ্চলগুলি সম্পর্কে আগেই সতর্ক হতে পারবেন ইউজাররা৷ 

শিক্ষকদের তত্ত্বাবধানে প্রাথমিকভাবে এই ওয়েবাসাইটটি তৈরি করেছেন কলেজের তিন ছাত্র রাঘব এনএস (তৃতীয় বর্ষ), অনন্ত সরকারি (প্রথমবর্ষ) এবং ঋষভ রামানাথন (প্রথম বর্ষ)৷ তবে বর্তমানে করোনাভাইরাস ট্র্যাকিং ওয়াবসাইট তৈরির কাজে সামিল হয়েছেন কলেজের অন্যান্য পড়ুয়ারাও৷ ফ্যাকাল্টি মেম্বার ড.অচল আগরওয়াল, ড. ভার্গভ রাজারাম এবং রাজা নারায়ণের তত্ত্বাবধানে কাজ শুরু করছেন আরও তিন পড়ুয়া রোহিত গিল্লা, অঙ্কিত শর্মা এবং ভি মাঘানা রেড্ডি৷ 

কোভিড-১৯ ট্র্যাকার তৈরির পিছনে অন্যতম মস্তিষ্ক ছিল রাঘব এনএস-এর৷ রাঘব বলেন, সারা দেশে কোভিড-১৯ সংক্রান্ত তথ্যের পর্যাপ্ত ভান্ডার রয়েছে৷ সারা বিশ্বের একাধিক ওয়েবসাইট থেকে করোনা আক্রান্তের পরিসংখ্যান মিলছে৷ কিন্তু জেলা ভিত্তিক এই কোভিড-১৯ ট্র্যাকারের সাহায্যে ভারতের বিভিন্ন জেলা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানা যাবে৷ ফলে নিজের জেলা হোক বা পার্শ্ববর্তী জেলা, যথাযথ পরিসংখ্যান পৌঁছে যাবে মানুষের হাতে৷ এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে৷ তিনি বলেন, ভারতের এমন অনেক জেলা রয়েছে, যেখানে আজ অবধি করোনার আক্রান্তের কোনও হদিশ নেই৷ এই ওয়েবাসাইট থেকে সরকারও উপকৃত হবে বলে মনে করছেন রাঘব৷ 

CovIndia-এর পরিষ্কার ও ঝকঝকে লেআউটে থাকছে জেলা ভিত্তিক লাইভ তথ্য৷ তবে এই ওয়েবসাইটে সবচেয়ে বড় আকর্ষণ হল, সময়ের ব্যবধানের ভিত্তিতে করোনা সংক্রমণের তথ্য৷ ভৌগলিক বিচারে কী ভাবে করোনা সংক্রমণ ঘটছে, তার স্পষ্ট ছবি মিলবে এই ওয়েবাসাইটে৷ 

শিক্ষা সংক্রান্ত আরও খবর জানতে নজর থাকুক AajBikel.com-এর পাতায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =