ঘুরছে ভারতের অর্থনীতি, সেপ্টেম্বরের পরিসংখ্যানে মিলেছে ইতিবাচক ইঙ্গিত

সম্প্রতি নিকেল ম্যানুফ্যাকচারিং পারচেসিং ম্যানেজারস ইন্ডেক্স বা পিএমআই একটি সমীক্ষা চালিয়েছিল ভারতের আর্থিক বৃদ্ধির ওপর। যেখানে দেখা গিয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের ফ্যাক্টরি উৎপাদন গত আট বছরের মধ্যে সবচেয়ে বেশি হারে বেড়েছে।

 

নয়াদিল্লি: সম্প্রতি নিকেল ম্যানুফ্যাকচারিং পারচেসিং ম্যানেজারস ইন্ডেক্স বা পিএমআই একটি সমীক্ষা চালিয়েছিল ভারতের আর্থিক বৃদ্ধির ওপর। যেখানে দেখা গিয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের ফ্যাক্টরি উৎপাদন গত আট বছরের মধ্যে সবচেয়ে বেশি হারে বেড়েছে।

দেখা গিয়েছিল, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতির ২৩.৯ শতাংশ সংকুচিত হয়েছে। এই হার সমগ্র বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ পতন। এরপর আনলক পর্বে ধীরে ধীরে ভারতীয় অর্থনীতিতে গতি ধরা পড়ছে। এটা সমগ্র দেশের কাছেই একটি ইতিবাচক দিক। পিএমআই সূচক অনুযায়ী, আগস্ট মাসে ফ্যাক্টরি উৎপাদন ছিল ৫২ পয়েন্ট। সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৬.৮ পয়েন্টে। যা ২০১২ সালের জানুয়ারি মাসের পর সর্বোচ্চ।

জেনে রাখা ভাল, সুচক যদি ৫০-এর ওপর থাকে তাহলে ধরে নেওয়া হয়, দেশের অর্থনীতিতে সার্বিক বৃদ্ধি ঘটছে। অর্থাৎ এই মর্মে গত দুই মাসে ভারতের উৎপাদন ক্ষেত্রে ইতিবাচক রূপ দেখা গিয়েছে এই পরিসংখ্যানে। সূচকের প্রস্তুতকারক সংস্থা আইএইচএস মারকিট জানিয়েছে, বর্তমানে আনলক পর্বে ধীরে ধীরে কলকারখানা খুলছে, তাই চাকরির সুযোগও বাড়ছে। পাশাপাশি যানবাহন চলাচল শুরু হওয়ায় নয়া অর্ডারের সংখ্যাও বাড়ছে। এমনকি কেবল দেশের মধ্যে নয়, দেশের বাইরে থেকেও একাধিক অর্ডার আসছে, যার ফলে সার্বিকভাবে দেশের অর্থনীতির ইতিবাচক দিক অগ্রসর হচ্ছে ক্রমশ। যদিও এতকিছুর পরও সেপ্টেম্বর মাসে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এখনও একাধিক কারখানায় কর্মী ছাঁটাই চলছে ব্যাপকভাবে। মুদ্রাস্ফীতি চড়া থাকায় রিজার্ভ ব্যাঙ্ক রেট কাট কতটা করবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আইএইচএস মারকিট সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 1 =