চীনের থেকে দ্রুত এগোচ্ছে ভারতের অর্থনীতি! দাবি আইএমএফ ডিরেক্টরের

চীনের থেকে দ্রুত এগোচ্ছে ভারতের অর্থনীতি! দাবি আইএমএফ ডিরেক্টরের

3 stocks recomended

indias economic growth

নয়াদিল্লি: চীনের সঙ্গে যে ভারতের অর্থনীতি প্রায়ই পাল্লা দিচ্ছে সেটা বারবার প্রমাণ হয়েছে তবে এবার এ নিয়ে মুখ খুললেন আইএমএফের এশিয়া অ্যান্ড প্যাসিফিকের ডিরেক্টর কৃষ্ণ শ্রীনিবাসন৷ তিনি বললেন এতে কোনও সন্দেহ নেই যে ভারতের অর্থনীতি চীনের থেকে দ্রুত গতিতে বাড়ছে৷ এএনআইকে দেওয়া একটি সাক্ষাতকারে শ্রীনিবাসন বলেন, “চীন ভারতের চেয়ে চারগুণেরও বেশি বড়, এবং সেই অর্থে, ভারত যদি আজ চীনের চেয়ে দ্রুত বৃদ্ধি পায়, তাহলে অবাক হওয়ার কিছু নেই।”

আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে কৃষ্ণা শ্রীনিবাসন ভারতের অর্থনৈতিক কর্মক্ষমতার রীতিমত প্রশংসা করে বলেন, ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৬.৮% এর প্রত্যাশিত বৃদ্ধির হার “খুবই চিত্তাকর্ষক”৷  এবং তিনি ভারতের চিত্তাকর্ষক এই বৃদ্ধির কৃতিত্ব শক্তিশালী প্রাইভেট কনজামশন এবং পাবলিক বিনিয়োগকে দিয়েছেন৷ সেই সঙ্গে তিনি বলেন, “আমি নিকটবর্তী সময়ে কোনো রেড ফ্ল্যাগ দেখতে পাচ্ছি না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + ten =