করোনা আহবে কিছুটা স্বস্তি! ভারতে করোনায় মৃত্যুর হার বিশ্বে সর্বনিম্ন

করোনা আহবে কিছুটা স্বস্তি! ভারতে করোনায় মৃত্যুর হার বিশ্বে সর্বনিম্ন

নয়াদিল্লি:   ভারতে করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ৪০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যেও স্বস্তির খবর। ভারতে করোনায় মৃত্যুর হার বিশ্বে সর্বনিম্ন।  সাংবাদিক সম্মলনে কেন্দ্রী স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে,  ভারতে করোনায় মৃতের হার ২.৪৯ শতাংশ। যা বিশ্বে সর্বনিম্ন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে প্রথমবারের করোনায় মৃতের হার ২.৫ শতাংশে নেমে এসেছে।  মে মাসের ১২ তারিখ অবধি ভারতে করোনায় মৃত্যুর হার ছিল ৩.২ শতাংশ। এরপর ধীরে ধীরে করোনায় মৃত্যুর হার কমতে থাকে। ভারতে করোনায় মৃত্যুর জুন মাসে কমে দাঁড়ায় ২.৮২ শতাংশ।  জুলাইয়ের ১০ তারিখে সেই হার হয় ২.৭২ শতাংশ।  ১৯ জুলাই সেই হার কমে দাঁড়ায় ২.৪৯। ভারতে করোনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর হার কমতে শুরু করেছে বলে জানা গিয়েছে।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনা পরীক্ষা, আইসোলেশন, কনটেইমেন্ট জোনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি কেন্দ্র ও রাজ্য করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করেছে। সেই কারণে করোনায় মৃতের হার কমানো সম্ভব হয়েছে।  স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশ করা পরিসংখ্যাণে দেখা গিয়েছে, দেশে ১.৯৪ শতাংশেরও কম করোনা রোগি আইসিইউতে রয়েছে। এছাড়াও ভেন্টিলেটরে রয়েছে ০.৩৫ শতাংশ রোগি, অক্সিজেন সাপোর্টে রয়েছে ২.৮১ শতাংশ রোগি। ৩১০৭টি কোভিড হেলথ কেয়ার সেন্টার রয়েছে গোটা দেশে। ১০,৩৮২টি কোভিড কেয়ার সেন্টার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 8 =