অগ্নিমূল্য সোনা, ২৬ বছরে প্রথম সোনার চাহিদায় রেকর্ড পতনের আশঙ্কা

অগ্নিমূল্য সোনা, ২৬ বছরে প্রথম সোনার চাহিদায় রেকর্ড পতনের আশঙ্কা

মু্ম্বই: সোনার দামে রেকর্ড৷ ইতিমধ্যেই ৫০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে এই হলুদ ধাতু৷ যার জেরে একেবারে তলানিতে ঠেকেছে গয়নার চাহিদা৷ সামনেই যাঁদের বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানের জন্য সোনা কিনতেই হবে, তাঁদের এখন মাথায় হাত৷ সোনার দামে উদ্বিগ্ন ক্রেতারা৷ ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) বলছে, গত ২৬ বছরের মধ্যে ২০২০ সালেই সোনার চাহিদায় রেকর্ড পতন ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ অন্যদিকে, সোনার সঙ্গে পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রুপোর দামও৷ 

আরও পড়ুন- ডিজেলে ৮.৩৬ টাকা দাম কমালো দিল্লি সরকার, ভ্যাট কমিয়ে স্বস্তি দেবে বাংলা?

ভারতে ডব্লিউজিসি’র ম্যানেজিং ডিরেক্টর সোমসুন্দরম পিআর বলেন, সোনার দামে আরও বড় ধাক্কা আসে পারে৷ আরও বাড়তে পারে সোনার দাম৷ করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের জেরে গত জুন মাসের মধ্যেই সোনার চাহিদা ৭০ শতাংশ কমে গিয়েছে৷ গত এক দশকের মধ্যে এটা চাহিদার রেকর্ড পতন৷ করোনা আবহে লক্ষ লক্ষ ভারতীয় কাজ হারিয়েছেন, কারও বা বেতন কাটা হচ্ছে৷ এই অবস্থায় মানুষের হাতে সোনা কেনার মতো টাকা নেই৷ তার উপর এমন আকাশ ছোঁয়া দামে আরও বেশি করে মুখ ফেরাচ্ছে মানুষ৷ 

আরও পড়ুন- সুখবর, আয়কর রিটার্ন দাখিলের মেয়াদ বাড়াল আয়কর দফতর

বিয়ের মরসুম বা অক্ষয় তৃতীয়ার মতো উৎসবে সারা দেশের মানুষ যে হারে সোনা কেনেন, এ বছর তার সিকি ভাগেও কেনেননি৷ বিয়ের বাজেটেও কাটছাট করা হচ্ছে৷ পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে ১৯৯৪ সালের পর ২০২০-তেই সোনার চাহিদায় রেকর্ড পতন দেখবে মানুষ৷ 

আরও পড়ুন- আনলকে চাঙ্গা দেশের ‘বঞ্চিত’ ৫ শিল্প, পথ দেখাচ্ছে আগামীর

সোমসুন্দরম পিআর জানান, ‘‘প্রথমত, করোনা আর্থিক অনিশ্চয়তা বাড়ানোয় নিরাপত্তার খোঁজে দ্রুত লগ্নি বাড়ছে সোনায়। দ্বিতীয়ত, বিভিন্ন দেশের সরকার গত আড়াই বছর ধরে বাজার থেকে সোনা কিনছে। যা বাজারে সোনার চাহিদা বাড়িয়ে সরাসরি প্রভাব ফেলেছে তার দামে। তৃতীয়ত, ব্যাঙ্ক জমায় সুদ কমছে। ফলে অনেকে সোনাকেই আঁকড়ে ধরতে চাইছেন। যা দামে ইন্ধন জোগাচ্ছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − one =