টুইটারের শীর্ষপদে পরাগ, দেখে নেওয়া যাক বিশ্বের কোন কোন বৃহৎ কর্পোরেট সংস্থার মাথায় ভারতীয়রা

টুইটারের শীর্ষপদে পরাগ, দেখে নেওয়া যাক বিশ্বের কোন কোন বৃহৎ কর্পোরেট সংস্থার মাথায় ভারতীয়রা

 

নয়াদিল্লি:  টুইটারের শীর্ষপদে এবার এক ভারতীয়৷ মাইক্রো ব্লগিং সাইটের সিইও হলেন পরাগ আগরওয়াল৷ দেখা নেওয়া যাক বিশ্বের কোন কোন বৃহৎ কর্পোরেট সংস্থার মাথায় রয়েছেন ভারতীয়রা৷ 

সুন্দর পিচাই- প্রথমেই বলতে হয় গুগল সিইও সুন্দর পিচাইয়ের কথা৷ গুগলের সিইও হিসাবে তাঁর নাম সামনে আসতেই প্রচারের  কেন্দ্রবিন্দুতে চলে আসেন ভারতীয় বংশোদ্ভূত ৪৩ বছরের সুন্দর৷ ১৯৭২ সালে চেন্নাইয়ে জন্ম তাঁ৷র স্কুলের পাঠ শেষ করে খড়পুর আইআইটি থেকে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি টেক করেন সুন্দর। এর পর উচ্চশিক্ষার জন্য আমেরিকা পাড়ি দেন। সেখানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমএস করে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিগ্রি নেন তিনি। সেখানে সিবেল স্কলার–সহ পামার স্কলারও হন ভারতীয় যুবক। ২০০৪ সালে যোগ দেন গুগলে৷ 

সত্য নাদেলা- সত্য নাদেলার জন্ম হায়দরাবাদের এক তেলেগু ব্রাহ্মণ পরিবারে৷ ২০১৪-র ফেব্রুয়ারি মাসে মাইক্রোসফটের চেয়ারম্যান ও সিইও পদে নিযুক্ত হন সত্য নাদেলা৷ এর পর ২০২১ সালের ১৬ জুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি। মাইক্রোসফটের সিইও পদে দায়িত্ব নেওয়ার আগে মাইক্রোসফটের ক্লাউড এবং এন্টারপ্রাইজ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন নাদেলা৷ ভালোবাসেন ক্রিকেট খেলতে৷ এক সময় স্কুলে ক্রিকেট খেলতেন নাদেলা৷ 

শান্তনু নারায়ণ- ২০০৭ থেকে অ্যাডেবের চেয়ারম্যান ও সিইও পদে রয়েছেন শান্তনু নারায়ণ৷ হায়দরাবাদে তেলেগু ভাষী পরিবারে বেড়ে ওঠা তাঁর৷ শান্তনু নারায়ণের বাবা প্লাস্টিক কোম্পানি চালাতেন৷ হায়দরাবাদের ওসমানিয়া ইউনিভার্সিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন শান্তনু। এর পর পাড়ি দেন মার্কিন মুলুকে৷ ১৯৮৬ সালে ওহিওর বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৩ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের হাস স্কুল অফ বিজনেস থেকে এমবিএ লাভ করেন৷ 

অরবিন্দ কৃষ্ণ- আইবিএম-এর চেয়ারম্যান ও সিইও পদে রয়েছেন অরবিন্দ কৃষ্ণ৷ জন্ম ১৯৬২ সালে৷  প্রকৌশলী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন৷ কিন্তু দ্রুত কোম্পানির কার্যনির্বাহী পদে উন্নীত হন। 

রেবতী অদ্বৈত- ফ্লেক্স কোম্পানির সিইও পদে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রেবতী অদ্বৈত৷ 

নিকেশ আরোরা- পালো অল্টো কোম্পানির সিইও ও চেয়ারম্যন নিকেশ আরোরা জন্ম ১৯৬৮ সালে৷ তিনি ছিলেন গুগলের প্রাক্তন সিনিয়র এগজিকিউটিভ৷

 

জয়শ্রী উল্লাল- অ্যারিস্টো নেটওয়ার্কের প্রেসিডেন্ট ও সিইও জয়শ্রী উল্লাল৷ লন্ডনে জন্ম হলেও তাঁর বেড়ে ওঠা দিল্লিতে৷ তিনি এখন মার্কিন ধনকুবের৷

অঞ্জলি সুদ-  ভিমিও-র সিইও অঞ্জলি সুদ৷ ২১৭ সালে এই পদে নিযুক্ত হন অঞ্জলি৷ 

আমান ভুটানি- গো ড্যাড-এর সিইও পদে রয়েছে আমান ভুটানি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *