ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের আবহে ভারতীয়দের কাজের সুযোগ! কী ভাবে

ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের আবহে ভারতীয়দের কাজের সুযোগ! কী ভাবে

indian workers

তেল আভিভ: ৭ অক্টোবর প্যালেস্টাইনের হামাস বাহিনী ইজরায়েল আক্রমণ করার পর যে যুদ্ধ শুরু হয়েছিল তা এখনও চলছে। বরং বলা যায়, সেই যুদ্ধের আগুন এখন ভীষণভাবেই জ্বলছে। লাগাতার গাজা আক্রমণ করছে আইডিএফ। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে করে কার্যত গাজা স্ট্রিপকে ধ্বংসস্তূপ বানিয়ে দিয়েছে তারা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক হামাসের বাঙ্কার। জঙ্গিগোষ্ঠীদের সদস্যদের শেষ করার পণ নিয়েছে ইজরায়েল, তবে সাধারণ প্যালেস্টিনীয়দের জীবনও বিপন্ন। প্রাণে তো তারা মারা পড়ছেই, এবার তাদের ‘ভাতে মারা’র পথও নিয়ে নিয়েছে ইজরায়েল। আর এই সিদ্ধান্তে লাভ হতে চলেছে ভারতের। 

ইজরায়েলের নির্মাণশিল্প থেকে ছাঁটাই হওয়ার পথে প্যালেস্টিনীয় শ্রমিকরা। জানা গিয়েছে, সে দেশের নির্মাণশিল্পে অন্তত ৯০ হাজার প্যালেস্টিনীয় নাগরিক কাজ করেন। এবার তাদেরকেই ছাঁটাই করা হবে। আর তাদের বদলে নেওয়া হবে ১ লক্ষ ভারতীয় শ্রমিককে। ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার এই সংক্রান্ত একটি প্রস্তাব গ্রহণ করেছে বলেই জানা গিয়েছে। ইজরায়েল বিল্ডার্স অ্যাসোসিয়েশন এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বলেই একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। এতএব, গাজাবাসীদের হাতে মারার পর ভাতে মারা হচ্ছে ইজরায়েলের তরফে। 

গোটা খবর প্রকাশ্যে আসার পর কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, এই সিদ্ধান্তের ফলে ভারত-ইজরায়েল সম্পর্ক আরও নিবিড় হতে চলেছে। কিন্তু এতেও ভারত কিছুটা ফাঁপরে পড়বে। কারণ প্যালেস্টাইন-সহ পশ্চিম এশিয়ার আরব দেশগুলির ক্ষোভ নয়াদিল্লির ওপর বাড়তে পারে। আসলে ভারত বেশিরভাগ ক্ষেত্রেই নিজের নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। এক্ষেত্রে ইজরায়েলের প্রস্তাব মেনে শ্রমিক পাঠালে তারা ক্ষোভের মুখে পড়তেই পারে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + nine =