দুর্ঘটনার কবলে ভারতীয় যুদ্ধবিমান, সীমান্ত জারি চূড়ান্ত সতর্কতা, বন্ধ সমস্ত উড়ান

শ্রীনগর: দুর্ঘটনার কবলে ভারতীয় যুদ্ধবিমান৷ শহিদ দুই বায়ুসেনা কর্মী৷ মঙ্গলবাল সকালে জম্মু ও কাশ্মীরের বুদগামে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান৷ দুর্ঘটনার জেরেই এই ঘটনা কি না তা এখনও স্পষ্ট নয়৷ কীভাবে সেনার যুদ্ধবিমান ভেঙে পড়ল, তা এখনও জানতে শুরু হয়েছে তদন্ত৷ গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা৷ অন্যদিকে, সার্জিক্যাল স্ট্রাইকের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই

দুর্ঘটনার কবলে ভারতীয় যুদ্ধবিমান, সীমান্ত জারি চূড়ান্ত সতর্কতা, বন্ধ সমস্ত উড়ান

শ্রীনগর: দুর্ঘটনার কবলে ভারতীয় যুদ্ধবিমান৷ শহিদ দুই বায়ুসেনা কর্মী৷ মঙ্গলবাল সকালে জম্মু ও কাশ্মীরের বুদগামে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান৷ দুর্ঘটনার জেরেই এই ঘটনা কি না তা এখনও স্পষ্ট নয়৷ কীভাবে সেনার যুদ্ধবিমান ভেঙে পড়ল, তা এখনও জানতে শুরু হয়েছে তদন্ত৷ গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা৷

অন্যদিকে, সার্জিক্যাল স্ট্রাইকের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে৷ যাত্রী বিমান ওঠা-নামার উপরও জারি হয়েছে বিধিনিষেধ৷ লেহ, জম্মু, শ্রীনগর ও পঠনকোটে চূড়ান্ত সতর্কতার জারি হয়েছে৷ নিরাপত্তার কারণে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে৷ সীমান্তে যুদ্ধের জন্য তিন বাহিনীকে প্রস্তুত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে৷

পাকিস্তান পাল্টা হামলা করতে পারে, এই আশঙ্কা থেকে ইতিমধ্যেই সেনাকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ শোনা যাচ্ছে হামলার পরই পাকিস্তানের দিক লক্ষ্য করে মিসাইল প্রস্তুত রেখেছে ভারতীয় সেনা। আম্বালা, পাঠানকোট, হালওয়ারা বিমানঘাঁটিতে মিরাজ-২০০০, মিগ ২৯ এবং সুখোই ৩০-কে তৈরি রাখা হয়েছে। এছাড়া সমস্ত বায়ুসেনাঘাঁটিকে মিসাইল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন বায়ুসেনা প্রধান।

অন্যদিকে, বায়ুসেনার দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকের ২৪ ঘণ্টা পর ভারতীয় আকাশসীমা লঙ্খন পাক যুদ্ধবিমানের৷ বুধবার সকালে পাক যুদ্ধবিমান F-16 ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করে বলে পিটিআই সূত্রে খবর৷ কিন্তু, সীমান্তে ভারতীয় সেনা মোতায়েন রেখেছে দেখে পালিয়ে যায় পাক বিমান৷ পালিয়ে যাওয়ার সময় নৌশেরা, পুঞ্জে সেক্টরে বোমা বিস্ফোরণ করে৷ তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷ পাক যুদ্ধ বিমানের তৎপরতা শুরু হতেই সীমান্ত অ্যালাট জারি করেছে ভারতীয় সেনা৷ সমস্ত যুদ্ধ বিমান ও পাইলটকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 16 =