বিশ্বের নজর কেড়েছে ভারতের Covaxin, টুইটে দাবি ICMR এর

বিশ্বের নজর কেড়েছে ভারতের Covaxin, টুইটে দাবি ICMR এর

f073d85edb48cfc3efbf7d628b9f4953

নয়াদিল্লি: ভারতের তৈরি করোনা প্রতিষেধক কোভ্যাক্সিন সারা বিশ্বের নজর কেড়েছে৷ বৃহস্পতিবার মধ্যরাতে একথা টুইট করে এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)৷ 

আরও পড়ুন- নাইট কার্ফু ঘোষণা করার পরের দিনই সিদ্ধান্ত প্রত্যাহার! দোলাচলে কর্ণাটক

আইসিএমআর-এর ওই টুইটে বলা হয়েছে, ‘‘সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আইসিএমআর এবং ভারত বায়োটেক যৌথ উদ্যোগে এই করোনা টিকা তৈরি করেছে৷ এখনও পর্যন্ত এই টিকা সম্পর্কে যে তথ্য এসেছে তা ইতিবাচক৷ কোভ্যাক্সিনের প্রয়োগ নিরাপদ৷ এই টিকা সম্পর্কে আগ্রহী হয়ে প্রবন্ধ ছাপতে চেয়েছে ল্যানসেট৷’’

আইসিএমআর-এর তরফে আরও জানানো হয়েছে, ‘‘কোভ্যাক্সিনের প্রথম ও দ্বিতীয় দফার ট্রায়াল আশা জাগিয়েছে৷ দু’ দফার ট্রায়ালে ইতিবাচক ফলাফল তৃতীয় দফার ট্রায়ালের পথ আরও প্রশস্ত করেছে। দেশের ২২টি শহরে কোভ্যাক্সিনের তৃতীয় পর্বের ট্রায়াল চলছে।’’ 

দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এইমস)-এও চলছে কোভ্যাক্সিনের ট্রায়াল৷ প্রথম ও দ্বিতীয় দফার ট্রায়াল সফল হওয়ার পর  বৃহস্পতিবার কোভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবকদের আহ্বান জানিয়েছে এইমস৷ তবে ‘কোভ্যাক্সিন’-এর তৃতীয় পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ১৩ হাজার স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করেছে ভারত বায়োটেক। গত ২৮ নভেম্বর ভারত বায়োটেক-এর গবেষণাগারে গিয়ে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা টিকার ট্রায়ালে সাফল্যের জন্য তাঁদের অভিনন্দনও জানিয়েছিলেন তিনি৷ এর পরেই ভারত বায়োটেক-এর গবেষণাগারে বিভিন্ন দেশের মোট ৬৪ জন রাষ্ট্রদূত এসেছেন৷ এই টিকা সম্পর্কে তাঁরা খোঁজ নিয়েছেন৷ 

আরও পড়ুন- ভারতে সন্ধান মিলল করোনার নতুন স্ট্রেনের, বাড়ছে সংক্রমণের আশঙ্কা

এদিকে আমেরিকাতেও শুরু হতে চলেছে করোনার টিকাকরণ৷ ফাইজারের টিকা নিয়েছেন খোদ আমেরিকার ভাবী প্রেসিডেন্ট জো বিডেন৷ তাঁর টিকা নেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচারও করা হয়েছে৷ দেশবাসীকে উদ্বুদ্ধ করতেই এই পদক্ষেপ৷ টিকা নেওয়ার পর বিজ্ঞানীদের ধন্যবাদও জানান তিনি৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *