যমজ সন্তানের নাম ‘কোভিড’ ও ‘করোনা’ রাখলেন ভারতীয় এই দম্পতি

যমজ সন্তানের নাম ‘কোভিড’ ও ‘করোনা’ রাখলেন ভারতীয় এই দম্পতি

রায়পুর: গোটা বিশ্ব কাঁপিয়ে চোখ রাঙাচ্ছে করোনা৷ বাড়ছে আতঙ্ক৷ করানো রুখতে অন্যান্য দেশের মতো ভারতেও চলছে লকডাউন৷ করনোরা জেরে লকডাউন পরিস্থিতির মধ্যে জন্ম দেওয়ার যমজ সন্তানের নাম ‘কোভিড’ ও ‘করোনা’ রাখলেন দম্পতি৷ ছত্তিশগড়ের রায়পুরের ওই দম্পতির এই সিদ্ধান্ত নেটপাড়ায় বেশ সোরগোল ফেলে দিয়েছে৷

জানা গিয়েছে, গত ২৭ মার্চ রায়পুরের একটি হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন প্রীতি ভার্মা নামের এক গৃহবধূ৷ পুত্র ও কন্যা সন্তানের জন্ম প্রীতিদেবী৷ করোনার পরিস্থিতির মধ্যে সন্তান জন্ম হওয়ায় যমজ সন্তানের অভিনব নাম দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা৷ গোটা ঘটনা ছড়িয়ে পড়তেই সোরগোল শুরু হয়ে যায় রায়পুরে৷

পরে সংবাদমাধ্যমে ওই গৃহবধূ বলেন, ‘লকডাউনের জেরে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছে আমাদের৷ করোনা পরিস্থিতির মধ্যে যমজ সন্তানের জন্ম হওয়ার পর হাসপাতালের কর্মীরাই তাদের করোনা ও কোভিড বলে ডাকতে থাকেন৷ পরে স্বামীর সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ওদের নাম করোনা ও কোভিড রাখব৷’’

প্রীতি ভার্মা জানিয়েছেন, তিনি তাঁর মেয়ের নাম রেখেন ‘করোনা’ ও ছেলের নাম ‘কোভিড’ রেখেন৷  পুত্র ও কন্যা সন্তানের নাম করোনা ও কোভিড রাখার কারণ প্রসঙ্গে প্রীতিদেবী জানিয়েছেন, ‘গত ২৬ মার্চ রাতে আমার প্রসব বেদনা ওঠে৷ লকডাউনের কারণে হাসপাতালে পৌঁছাতে চরম সমস্যার মুখে পড়তে হয় আমাদের৷ অ্যাম্বুলেন্স পেতেও সমস্যা হয়৷ তারপর কোনওরমক ভাবে হাসপাতালে পৌঁছতে পেরেছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − ten =