নয়াদিল্লি: পূর্ব লাদাখ সীমান্তে চলল গুলি৷ ফের উত্তপ্ত প্রকৃত নিয়ন্ত্রণরেখা৷ গত তিন মাস ধরে প্রকৃত নিয়ন্ত্রণরেখার এই অংশেই বারবার সংঘাতের আবহ তৈরি হয়েছে৷ সোমবার রাতে দু’পক্ষের গোলাগুলিতে আরও উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি৷
আরও পড়ুন- ইন্ডিয়ান অয়েলের দৈত্যাকৃতি ট্যাঙ্কারে ফের আগুন, পরিবেশ দূষণের আশঙ্কা
গতকাল রাতে চিনা সেনা সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে দেখে তাদের সতর্ক করতেই গুলি ছোড়ে ভারতীয় সেনা৷ পাল্টা গুলি ছোড়ে লাল ফৌজ৷ যদিও চিনের দাবি, লাদাখে প্যাংগং লেকের দক্ষিণ উপকূলে এলএসি পেরিয়ে চিনের সীমান্তে ঢুকে পড়েছিল ভারতীয় সেনা৷ তারপরেই ভারতের তরফে 'ওয়ার্নিং শট' করা হয়৷ পরিস্থিতি স্থিতিশীল করতেই পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হয় লাল ফৌজ৷ এই ঘটনার পর চিনের প্রতিরক্ষা মন্ত্রকের অভিযোগ, দু-তরফের সেনার অবস্থানে গুলি চলে। ১৯৭৫ সালে শেষবার ভারত-চিন সীমান্তে গুলি চলেছিল৷ ৪৫ বছর পর এবার লাদাখ সীমান্তে গুলি চলল৷
এদিকে, চিনের পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের মুখপাত্র কর্নেল জাং শুইলি বলেন, ‘‘অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্যাংগং লেকের দক্ষিণ প্রান্ত এবং শেনপাও পাহাড়ি এলাকায় ঢুকে পড়ে ভারতীয় সেনা৷ সেই সময়ই গুলি চালায় তাঁরা৷ ভারতের এই উস্কানিমূলক পদক্ষেপের জবাবে পাল্টা ফায়ারিং করে চিনা ফৌজ৷ যদিও হতাহতের ঘটনা ঘটেনি। লাদাখ সীমান্তের এই ঘটনাকে ‘গুরুতর উস্কানি’ বলে মন্তব্য করেছে চিন৷
আরও পড়ুন- অরুণাচল চিনের অংশ! বেজিংয়ের নয়া হুঙ্কারে তপ্ত সীমান্ত
এই ঘটনার পর ভারতীয় সেনা সূত্র জানাচ্ছে, চিনা ফৌজ ভারতীয় জওয়ানদের অবস্থান লক্ষ্য করে গুলি চালালে, ভারতও জবাবি ফায়ারিং করে৷ তবে, এটা ওয়ার্নিং শট ছিল বলেই ভারতীয় সেনা মুখপাত্র জানিয়েছেন। তাঁর কথায়, খুব অল্প সময়ের জন্যই পূর্ব লাদাখে গোলাগুলি চলেছে। তিনি জানান, ভারত হেলমেট ও কালা পাহাড় চুড়োর নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই উচ্চ সতর্কতায় রয়েছে। এই দুই পাহাড় পুনর্দখলে লালফৌজ এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত দুই সপ্তাহে লাদাখের চুসুল এলাকায় প্যাংগং লেকের দক্ষিণ উপকূলে দু’বার অনুপ্রবেশের চেষ্টা করেছিল চিন৷ যদিও সেই চেষ্টা রুখে দেয় ভারত৷ রাশিয়ায় চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকেও বসেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ বৈঠকে সদর্থক মনোভাব দেখালেও, এর পরেই সুর বদলায় বেজিং৷ রীতিমতো হুমকির সুরে বলে, আমরা আমাদের এক ইঞ্চি জমিও ভারতকে ছাড়ব না৷ এর পর সংঘাত যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না৷
আরও পড়ুন- শহিদ তিব্বতি জওয়ানের শেষকৃত্যে বিজেপি নেতা, চিনকে কড়া বার্তা দেওয়ার কৌশল?