জয়পুর: করোনা পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে তৈরি হল হাসপাতাল৷ সেনাবাহিনীর সুদর্শন চক্র বিভাগের তরফে শুক্রবার ৫০ শয্যার একটি হাসপাতালের উদ্বোধন করা হয় ৷ রাজস্থানের শ্রী গঙ্গানগরে হাসপাতালটি তৈরি করা হয়েছে৷ জেলায় করোনা আক্রান্তদের চিকিৎসা করাটা যাতে আরও সহজ হয়, তার জন্যই এই উদ্যোগ নেয় সেনাবাহিনী৷
সেনার তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, খুব কম সময়ের মধ্যেই এই হাসপাতালের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে৷ এই কাজে সেনাবাহিনীর চিকিৎসক ও প্য়ারামেডিক্যাল কর্মীদের সহযোগিতা করেছে জেলা প্রশাসন এবং জনসেবা হাসপাতাল কর্তৃপক্ষ৷ ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, শুধু সীমান্তই নয়, কোভিড যুদ্ধেও তারা দেশবাসীর পাশেই রয়েছে৷ সেনাবাহিনীর তরফে ওষুধ-সহ যাবতীয় চিকিৎসা সামগ্রী সাধারণের জন্য সরবরাহ করা হচ্ছে৷ শুধু হাসপাতালই নয়, করোনা আক্রান্তদের জন্য থাকছে গুচ্ছ পরিষেবা। মিলবে অক্সিজেনও৷ সেনাবাহিনীর তরফে আরও জানানো হয়েছে, নতুন তৈরি হাসপাতালটিতে রোগী ভর্তির বিষয়টি জেলা স্বাস্থ্য দফতর ও জনসেবা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে করা হবে৷
এদিন এই হাসপাতালের উদ্বোধন করেন শ্রী গঙ্গানগরের জেলাশাসক জাকির হুসেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়৷ শ্রী গঙ্গানগর এবং আশপাশের এলাকার করোনা রোগীদের সাহায্য করাই এই হাসপাতালের কাজ৷ প্রসঙ্গত, এর আগে আমেরিকার তরফে এই করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য লকডাউন, হাসপাতাল তৈরির পাশাপাশি সেনাবাহিনীর সাহায্য নেওয়ার কথা বলা হয়৷ এবার করোনা মোকাবিলায় জেলার মানুষদের সাহায্য করতে হাসপাতাল তৈরি করে নিজেরাই এগিয়ে এল সেনাবাহিনী৷ বার্তা দিল মানুষের পাশে থাকার৷