পাক সেনার গুলিতে শহিদ ভারতীয় জওয়ান

শ্রীনগর: ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার৷ টানা গুলির লড়াইয়ে জম্মু ও কাশ্মীরের রাজোরির সুন্দরবনি সেক্টরের শহিদ ভারতীয় জওয়ান৷ শহিদ জওয়ানের নাম নায়েক কৃষানলাল৷ বয়স ৩৪ বছর৷ তিনি সস্ত্রীক জম্মু ও কাশ্মীরের আখনুর জেলার কৌর তেহসালিতে থাকেন৷ মঙ্গলবার কোনওরকম উস্কানি ছাড়াই ফারকিয়ান ও সুন্দরবনি এলাকার ভারতীয় সীমান্ত লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা৷ আচমকা

পাক সেনার গুলিতে শহিদ ভারতীয় জওয়ান

শ্রীনগর: ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার৷ টানা গুলির লড়াইয়ে জম্মু ও কাশ্মীরের রাজোরির সুন্দরবনি সেক্টরের শহিদ ভারতীয় জওয়ান৷ শহিদ জওয়ানের নাম নায়েক কৃষানলাল৷ বয়স ৩৪ বছর৷

তিনি সস্ত্রীক জম্মু ও কাশ্মীরের আখনুর জেলার কৌর তেহসালিতে থাকেন৷ মঙ্গলবার কোনওরকম উস্কানি ছাড়াই ফারকিয়ান ও সুন্দরবনি এলাকার ভারতীয় সীমান্ত লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা৷ আচমকা পাক সেনার গুলির পাল্টা জবাব দিতে থাকে ভারত৷ ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হয়েছে পাকিস্তানি ২ জওয়াবের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + one =