৩ টাকার প্ল্যাটফর্ম টিকিট বেড়ে ৫০, করোনা-কালে তুঙ্গে বিতর্ক

৩ টাকার প্ল্যাটফর্ম টিকিট বেড়ে ৫০, করোনা-কালে তুঙ্গে বিতর্ক

নয়াদিল্লি: একটা সময় ছিল, যখন প্ল্যাটফর্ম টিকিটের দাম ছিল তিন টাকা৷ সেটা ছিল কংগ্রেসের আমল৷ কিন্তু, তারপর গঙ্গা  বয়ে গিয়েছে বহু জলস্রোত৷ রাজনীতির পাদাবদ ঘটেছে৷ ক্ষমতায় এসেছে বিজেপি৷ আর সেই বিজেপির সাম্রাজ্যে রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকায়৷

করোনা আবহে কেন  প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধি? ট্যুইটারে পুনে জংশন স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের ছবি পোস্ট করে প্রশ্ন তুলেছে কংগ্রেস৷ ২০১১ সালের ১৪ ডিসেম্বরের ওই একই স্টেশনের ৩ টাকার প্ল্যাটফর্ম টিকিটের ছবি প্রকাশ করে করা হয়েছে কটাক্ষ৷

পাল্টা বিবৃতি দিয়ে রেলমন্ত্রক জানিয়েছে, করোনা পরিস্থিতির মধ্যেও স্টেশনে ভিড় বাড়ছে৷ সেই ভিড় নিয়ন্ত্রণে আনতে প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধি করা হয়েছে৷ কেন এই দাম বৃদ্ধি? রেলের যুক্তি, প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে স্টেশনে যাতে সামাজিক দূরত্ববিধি বজায় ও ভিড় নিয়ন্ত্রণ করা যায়, তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে৷ পরিস্থিতি স্বাভাবিক হলে প্ল্যাটফর্ম টিকিটের দাম কমানো হবে বলেও জানিয়েছে মন্ত্রক৷ এর আগে রেল তরফে ৫ টাকার প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা করা হয়েছিল৷

প্ল্যাটফর্ম টিকিটের মূল্য ১০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করার সিদ্ধান্তে তৈরি হয়েছে বিতর্ক৷ প্ল্যাটফর্ম টিকিটের মূল্য একধাক্কায় পাঁচগুণ বৃদ্ধি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − three =