নয়াদিল্লি: করোনা আবহে দীর্ঘ ৭ মাসের বেশি সময় ধরে বন্ধ লোকাল ট্রেন৷ লোকাল বন্ধ থাকলেও চলছে দূরপাল্লার ট্রেন৷ উৎসবের আগে যাত্রী চাহিদা মেটাতে ইতিমধ্যেই বড়সড় উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল৷ যে রুটের ট্রেনের যত বেশি চাহিদা, সেখানে ‘ক্লোন ট্রেন’ চালু করেছে ভারতীয় রেল৷ তারপরও যে সমস্ত রুটে চাহিদা থাকে যাবে, সেখানে আরও একটি ‘ক্লোন ট্রেন’ চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল৷
গত ২২ মার্চ থেকে দেশজুড়ে দূরপাল্লার যাত্রী পরিষেবা বন্ধ ছিল৷ পরে ১২ মে থেকে ধাপে ধাপে বিশেষ ট্রেন চালু করেছে রেল৷ গত পয়লা জুন থেকে আরও ১০০ জোড়া দূরপাল্লার ট্রেন ছুটতে শুরু করে৷ আর এক দফায় গত ১২ সেপ্টেম্বর থেকে ৮০টি ট্রেনের চাকা গড়িয়েছে৷ ২১ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে আরও ৪০টি ‘ক্লোন ট্রেন’৷ এবার উৎসবের আগে যাত্রী চাহিদা মেটাতে আরও বিশেষ ‘ক্লোন ট্রেন’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল৷ শুধুমাত্র ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য এবার ‘ক্লোন ট্রেনে’র পরিষেবা পাওয়া যাবে বলে খবর৷
রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ক্লোন ট্রেনে’র ৬০ শতাংশ আসন ইতিমধ্যেই পূরণ হয়ে গিয়েছে৷ প্রতিদিন সকালে একটি সফটওয়্যারের মাধ্যমে ট্রেনের তথ্য বিশ্লেষণ করার কাজও চলছে৷ রেলের লক্ষ্য, যেখানে ওয়েটিং লিস্টে যাত্রীর সংখ্যা বেশি আছে, সেখানে একটি ক্লোন ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে ‘ক্লোন ট্রেন’ চালিয়েও যে রুটে চাহিদা সামাল দেওয়া যাচ্ছে না, সেখানে আরও একটি ‘ক্লোন ট্রেন’ ছোটানোর সিদ্ধান্ত নিয়ে ভারতীয় রেল৷ যেখানে ক্লোন ট্রেনে আসন ভরতি হয়ে যাবে, সেই রুটে আরও একটি ক্লোন ট্রেন চালনো হবে৷ যাতে কোনও যাত্রীকে আর ওয়েটিং লিস্টে থাকতে না হয়৷